৭৯৯ টাকায় ফোন! বুকে কাঁপুনি ধরালো jio, বিরাট ঘোষণায় বাজার তোলপাড়

মাত্র ৭৯৯ টাকা দামে বাজারে আসা এই ফোনটি শুধুমাত্র কল বা মেসেজিংয়ের জন্য নয়, পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতেও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

মাত্র ৭৯৯ টাকা দামে বাজারে আসা এই ফোনটি শুধুমাত্র কল বা মেসেজিংয়ের জন্য নয়, পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতেও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jio Mukesh

Jio Mukesh: জিওর বিরাট অফার।

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) ২০২৫-এ রিলায়েন্স জিও তাদের নতুন ও সাশ্রয়ী মোবাইল ফোন Jio Bharat Safety First লঞ্চ করেছে। মাত্র ৭৯৯ টাকা দামে বাজারে আসা এই ফোনটি শুধুমাত্র কল বা মেসেজিংয়ের জন্য নয়, পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতেও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই ফোনটিতে যুক্ত হয়েছে একাধিক স্মার্ট সেফটি ফিচার।

Advertisment

জিওর এই নতুন ফোনটিতে রয়েছে লোকেশন মনিটরিং, ইউসেজ ম্যানেজার, ফোন ও সার্ভিস হেলথ ট্র্যাকার-এর মতো বৈশিষ্ট্য। ইউসেজ ম্যানেজার ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন কে ফোন বা মেসেজ করতে পারবে, পাশাপাশি অজানা নম্বর ব্লক করার সুবিধাও রয়েছে। ফলে পরিবারের সদস্যরা বিশেষ করে বয়স্ক ও কিশোররা আরও নিরাপদভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।

কোম্পানির দাবি, Jio Bharat Safety First ফোনটি ব্যবহার করা অত্যন্ত সহজ, তাই প্রযুক্তিতে অভ্যস্ত নন এমন ব্যক্তিরাও এটি সহজে ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাটারি লাইফও বেশ চিত্তাকর্ষক — একবার চার্জে এটি সাত দিন পর্যন্ত চলতে পারে।

Advertisment

এই নতুন ফোনটি ভারতের বিভিন্ন জিও স্টোর, মোবাইল আউটলেট, জিওমার্ট, অ্যামাজন এবং সুইগি ইন্সটামার্টে পাওয়া যাবে। জিওর মতে, “এই ফোনের মূল লক্ষ্য প্রতিটি ভারতীয় পরিবারের সুরক্ষা এবং সংযোগ নিশ্চিত করা।”

আরও পড়ুন- 'Tap and Pay'- ফিচার সহ লঞ্চ অত্যাধুনিক স্মার্টওয়াচ, ডিজাইন-ফিচারে তোলপাড় ফেলল boAt

jio