/indian-express-bangla/media/media_files/2025/10/10/boat-wave-fortune-smartwatch-launch-tap-and-pay-feature-2025-10-10-14-33-03.jpg)
'Tap and Pay'- ফিচার সহ লঞ্চ অত্যাধুনিক স্মার্টওয়াচ, ডিজাইন-ফিচারে তোলপাড় ফেলল boAt
দেশের জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড boAt ভারতে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টওয়াচ boAt Wave Fortune। এই স্মার্টওয়াচটির সবচেয়ে বড় আকর্ষণ এর ‘Tap and Pay’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৫,০০০ টাকা পর্যন্ত কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। এর দাম রাখা হয়েছে ৩,২৯৯ টাকা। তবে বিশেষ অফারে এটি বর্তমানে মাত্র ২,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটি এখন boAt-এর অফিসিয়াল ওয়েবসাইটে Active Black রঙে উপলব্ধ।
আরও পড়ুন-৩০,০০০ টাকার কম দামে Samsung Galaxy S24 FE কেনার সুযোগ, কীভাবে, কোথায় মিলবে অফার?
boAt Wave Fortune-এ রয়েছে ১.৯৬ ইঞ্চির স্কোয়ার ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x২৮২ পিক্সেল এবং ব্রাইটনেস ৫৫০ নিট। এতে রয়েছে Bluetooth 5.3 কানেক্টিভিটি ও Bluetooth Calling ফিচার। ঘড়িটিতে IP68 রেটিং।
আরও পড়ুন- মাত্র ১৯৯ টাকা থেকে দৈনিক ২.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং, বাজার কাঁপাল BSNL-এর নতুন অফার
সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, boAt এই স্মার্টওয়াচে কন্ট্যাক্টলেস পেমেন্ট চালু করতে Axis Bank-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। ব্যবহারকারীরা boAt Crest Pay অ্যাপে নিজেদের Axis Bank ক্রেডিট বা ডেবিট কার্ড যুক্ত করে boAt Pay এর মাধ্যমে সহজেই ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন।
আরও পড়ুন- টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের নতুন সিইও কে হতে পারেন?
হেলথ ও ফিটনেস ফিচারের দিক থেকেও ঘড়িটি সমৃদ্ধ। এতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ঘুম ও স্ট্রেস ট্র্যাকিং, সিডেন্টারি অ্যালার্ট এবং মাসিক চক্র ট্র্যাকিং সুবিধা। এছাড়া এতে রয়েছে ৭০০-টিরও বেশি প্রিসেট অ্যাক্টিভিটি মোড ও ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার।
আরও পড়ুন- প্রিমিয়াম লুক, চমকে দেওয়া ডিজাইন, আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Realme 15 Pro ‘গেম অফ থ্রোনস’এডিশন
boAt Wave Fortune স্মার্টওয়াচটিতে রয়েছে কাস্টমাইজেবল ওয়াচফেস স্টুডিও, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মতো করে ঘড়ির স্ক্রিন ডিজাইন করতে পারেন। পাশাপাশি রয়েছে 300mAh ব্যাটারি। যেটি প্রায় দু ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায় এবং একবার চার্জে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় বলে দাবি করেছে সংস্থা।