jio cheapest plan: যুগান্তকারী প্ল্যান jio-এর, সস্তায় আনলিমিটেড 5G,প্রতিদিন 3GB ডেটা, ফ্রি কলের সুবিধা

jio cheapest plan: যদিও রিলায়েন্স জিও কয়েক মাস আগে প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল, কোম্পানি এখনও Airtel, Vi-এর মতো অপারেটরদের তুলনায় সাশ্রয়ী মূল্যে কিছু প্ল্যান অফার করে তার ইউজারদের জন্য।

jio cheapest plan: যদিও রিলায়েন্স জিও কয়েক মাস আগে প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল, কোম্পানি এখনও Airtel, Vi-এর মতো অপারেটরদের তুলনায় সাশ্রয়ী মূল্যে কিছু প্ল্যান অফার করে তার ইউজারদের জন্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio 3gb data plan

যুগান্তকারী প্ল্যান jio-এর, সস্তায় আনলিমিটেড 5G,প্রতিদিন 3GB ডেটা, ফ্রি কলের সুবিধা

jio cheapest plan: প্রতিদিন পান 3GB ডেটা, আনলিমিটেড কলিং, যুগান্তকারী প্ল্যান jio-এর।  

Advertisment

যদিও রিলায়েন্স জিও কয়েক মাস আগে প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল, কোম্পানি এখনও Airtel, Vi-এর মতো অপারেটরদের তুলনায় সাশ্রয়ী মূল্যে কিছু প্ল্যান অফার করে তার ইউজারদের জন্য। আজকের ডিজিটাল যুগে, স্মার্তফোন ও মোবাইল ডেটা দৈনন্দিন জীবনে প্রয়োজনে পরিণত হয়েছে। ব্যয়বহুল রিচার্জ প্ল্যান থেকে স্বস্তি দিতে এক মারকাটারি প্ল্যান নিয়ে এল Jio।  সস্তার এই প্ল্যানে ইউজাররা পান প্রচুর ডেটা এবং সীমাহীন কলিংয়ের সুবিধা।

দেশের কোথায় কবে চালু হবে BSNL 5G? সামনে এল বিরাট আপডেট

Jio সম্প্রতি তার প্রিপেইড পোর্টফোলিওতে বেশ কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে। Jio তার গ্রাহকদের জন্য 449 টাকার প্ল্যান নিয়ে এসেছে। এটি MyJio অ্যাপের মাধ্যমে বা Jio অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাকটিভ করতে পারবেন।  এই প্ল্যানে ব্যবহারকারী প্রতিদিন 3GB ডেটা পাবেন। 28 দিনের বৈধতার সাথে এই প্ল্যানে ইউজাররা মোট 84GB ডেটা পাবেন।

Advertisment

বছরের সেরা ডিল! প্রিমিয়াম এই স্মার্টফোনে হাজার হাজার টাকার ছাড়, কম আলোতেও পান দারুণ ফটোগ্রাফির অভিজ্ঞতা

Jio-র এই প্ল্যানে প্রচুর ডেটার পাশাপাশি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং। আপনি আপনার কাছের মানুষদের সাথে যত খুশি কথা বলতে পারেন। এছাড়াও, প্রতিদিন 100টি SMS পাবেন একেবারে বিনামূল্যে। এই প্ল্যানের আরেকটি বিশেষ বিষয় হল এই প্ল্যানে ইউজাররা পাবেন True 5G ডেটা।

উৎসব শেষেও চলছে অফারের বন্যা, Ola ই-স্কুটারে পান হাজার হাজার ছাড়

আপনার এলাকায় 5G পরিষেবা পাওয়া যায়, তাহলে আপনি এই প্ল্যানের সাথে 28 দিনের জন্য সুপারফাস্ট 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন। Jio-এর সস্তা্র রিচার্জ প্ল্যানে আপনি  JioTV, JioCinema, JioCloud-এর মতো অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। 

jio