/indian-express-bangla/media/media_files/2025/05/29/9DDC9mgF9KOE396t6pxU.jpg)
পরিবহনে 'বিস্ফোরণ' ঘটিয়ে কবে বাজারে আসছে jio ইলেকট্রিক স্কুটার? রইল একেবারে লেটেস্ট আপডেট
Jio Electric Scooter 2025 Launc: দ্রুত বদলে যেতে চলেছে দেশের শহুরে পরিবহন। জ্বালানি খরচের ঝামেলা থেকে মুক্তি পেতে বহু মানুষ এখন ইলেকট্রিক স্কুটারকেই বেছে নিয়েছেন। ব্র্যান্ডগুলিও ক্রেতাদের চাহিদা ও ডিজাইনের কথা মাথায় রেখে নিত্য-নতুন ফিচার সহ নতুন নতুন রেঞ্জের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে। তালিকায় ইতিমধ্যে যুক্ত হয়েছে বহু নামি ব্র্যান্ড।
সম্প্রতি একাধিক অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে Reliance Jio একটি নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে, যার নাম Jio Electric Scooter 2025। এই খবর সামনে আসতেই রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কবে কত দামে লঞ্চ Jio Electric Scooter 2025? সেদিকেই নজর মানুষের। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে সামনে এসেছে Jio Electric Scooter 2025-এর কিছু লেটেস্ট ফিচার্সও।
Apple-এর সবচেয়ে বড় চমক! 200MP ক্যামেরার iPhone, কবে লঞ্চ? দামই বা কত?
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে Jio-এর স্কুটারটি রোজকার শহুরে যাতায়াতে বিপ্লব আনবে। এমনকী এও দাবি করা হচ্ছে অন্যান্য স্কুটার, বাইকের থেকে ৫ গুণ সস্তায় চালাতে পারবেন এই ই-স্কুটারটি। জিও ইলেকট্রিক স্কুটারে থাকবে 3.2kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা সিঙ্গেল চার্জে দেবে ৮০–১০০ কিমি রেঞ্জ। Eco, City ও Sport—এই তিনটি রাইড মোড থাকবে এই লেটেস্ট স্কুটারটিতে। পাশাপাশি জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য থাকবে IP67 রেটিং। একাধিক মিডিয়া রিপোর্টে এও বলা হয়েছে স্কুটারটিতে 4G কানেক্টিভিটি, রিয়েল-টাইম ট্র্যাকিং ও JioMart ইন্টিগ্রেশন এর মতো স্মার্ট ফিচার থাকবে।
অবশেষে WhatsApp iPad অ্যাপ: থাকছে ভিডিও কল, স্ক্রিন শেয়ার ও Stage Manager সাপোর্ট!
এদিকে জিও-এর এই ইলেকট্রিক স্কুটার বাজারে আসার খবর ছড়িয়ে পড়তেই রক্তচাপ বেড়েছে Ola, Ather, TVS, এবং Bajaj-এর মত জনপ্রিয় ব্র্যান্ডের। জিও যদি ইলেকট্রিক স্কুটারের বাজারে আসে তাহলে তা নিঃসন্দেহে হতে পারে বড় গেম চেঞ্জার। দাবি করা হচ্ছে মাত্র ১ লাখ টাকা রেঞ্জে এই স্কুটার লঞ্চ করবে জিও। তবে সোশ্যাল মিডিয়া এবং একাধিক মিডিয়া রিপোর্টের পর সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় উঠেছে।
এই গরমে কি আপনার ঘর ঠান্ডা রাখার জন্য শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী একটি AC খুঁজছেন?
যদিও এই খবর ইন্টারনেটে ঝড় তুললেও, Jio-এর পক্ষ থেকে স্পষ্টভাবে ইলেকট্রিক স্কুটার লঞ্চের খবর অস্বীকার করা হয়েছে।Reliance Jio-এর একজন মুখপাত্র জানিয়েছেন,“আমাদের আপাতত কোনও ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা নেই। যেটা বিভিন্ন অনলাইন মিডিয়ায় ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।” সুতরাং যারা জিও ইলেকট্রিক স্কুটার লঞ্চের অপেক্ষায় রয়েছেন তাদের অন্য কোন ব্র্যান্ডের স্কুটার বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।