/indian-express-bangla/media/media_files/2025/05/28/3ejsP5XPsTJ3n8CODnId.jpg)
অবশেষে WhatsApp iPad অ্যাপ
WhatsApp iPad Aap: ২০২৫ সালের মে মাসে Meta আনুষ্ঠানিকভাবে WhatsApp-এর একটি ডেডিকেটেড iPad অ্যাপ লঞ্চ করেছে, যা দীর্ঘ প্রতীক্ষার পর iPad ব্যবহারকারীদের জন্য এক বিরাট চমক।
এতদিন iPad-এ WhatsApp ব্যবহারে কী সমস্যা ছিল?
iPad ব্যবহারকারীরা এতদিন Safari ব্রাউজার দিয়ে WhatsApp Web ব্যবহার করতেন। কিন্তু এতে ছিল অনেক সীমাবদ্ধতা:
ভিডিও বা অডিও কল করা যেত না
ক্যামেরা সাপোর্ট ছিল না
মাল্টিটাস্কিং ও বড় স্ক্রিনের সুবিধা কাজে লাগানো যেত না
এবার কী কী নতুন ফিচার এসেছে iPad WhatsApp অ্যাপে?
Meta জানিয়েছে, নতুন iPad অ্যাপটি বিশেষভাবে iPadOS এর জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন WhatsApp-এর দারুণ অভিজ্ঞতা পাবেন বড় স্ক্রিনে। গুরুত্বপূর্ণ ফিচারগুলি হল:
🔸 ভিডিও কল ও স্ক্রিন শেয়ার
সর্বোচ্চ ৩২ জন একসাথে ভিডিও/অডিও কলে অংশ নিতে পারবেন
লাইভ স্ক্রিন শেয়ার সুবিধা — কল চলাকালীন
🔸 Stage Manager ও Multitasking
Stage Manager সাপোর্টের মাধ্যমে WhatsApp চালু রেখেই অন্য অ্যাপে কাজ করা যাবে
Split View ও Slide Over মোড — আরও প্রোডাক্টিভিটি
🔸 অ্যাপল ডিভাইস এক্সটেনশন
Magic Keyboard ও Apple Pencil সাপোর্ট
iPhone, Mac ও অন্যান্য ডিভাইসের সাথে WhatsApp অ্যাকাউন্ট সিঙ্ক
প্রাইভেসি ও নিরাপত্তা
End-to-End এনক্রিপশন
Private Chat Lock ফিচার
এত দেরিতে কেন এলো iPad অ্যাপ?
২০০৯ সালে WhatsApp iPhone-এর জন্য লঞ্চ হলেও, iPad-এ অ্যাপ আসতে প্রায় ১৫ বছর লেগে গেছে। এর অন্যতম কারণ ছিল WhatsApp-এর মোবাইল-ফোন-নির্ভর আর্কিটেকচার। তবে সম্প্রতি WhatsApp-এর মাল্টি-ডিভাইস সাপোর্ট চালু হওয়ায় এই বাধা দূর হয়েছে।
প্রতিযোগিতা কোথায়?
Meta-এর এই পদক্ষেপ iPad প্ল্যাটফর্মে WhatsApp-কে সরাসরি প্রতিযোগিতায় এনে দিয়েছে:
Telegram
Apple iMessage
FaceTime
এই অ্যাপগুলো iPad-এ অনেক আগেই ফুল ফিচার অফার করতো। WhatsApp এবার সেই শূন্যস্থান পূরণ করলো।
আরও পড়ুন: অনলাইন ক্লাস থেকে বিনোদন! সবকিছুই হাতের মুঠোয়, ২০ হাজারে সন্তানকে দিন লেটেস্ট ল্যাপটপ
আরও পড়ুন: নামমাত্র বিদ্যুৎ খরচ! ভ্যাপসা গরমে পান অবিশ্বাস্য তৃপ্তি, দেখুন সেরা ১২-এর লিস্ট
আরও পড়ুন: বান্ধবীকে নিয়ে এক চার্জেই কলকাতা to দার্জিলিং! নজর কাড়ল সস্তার এই টু সিটার ইভি