JIo OTT Plan: OTT প্রেমীদের জন্য দারুণ সুখবর। অতিরিক্ত খরচ ছাড়াই এখন নেটফ্লিক্সে আপনার পছন্দের সিনেমা ও শো দেখার সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিও। নির্বাচিত কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যানে থাকছে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। একই সঙ্গে মিলবে মোবাইল পরিষেবা ও স্ট্রিমিংয়ের সুবিধাও।
জিওর এই বিশেষ প্ল্যানগুলিতে কেবল নেটফ্লিক্স নয়, গ্রাহকরা পাবেন জিওটিভি এবং জিওক্লাউড পরিষেবার সুবিধাও। অর্থাৎ, এক রিচার্জেই পাবেন ভরপুর বিনোদন ও ক্লাউড স্টোরেজ সুবিধা।
১,২৯৯ টাকার প্ল্যান
- মেয়াদ: ৮৪ দিন
- মোট ডেটা: ১৬৮ জিবি (প্রতিদিন ২ জিবি)
- সুবিধা: আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস
- বোনাস: নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, জিওটিভি, জিওক্লাউড অ্যাক্সেস
১,৭৯৯ টাকার প্ল্যান
- মেয়াদ: ৮৪ দিন
- মোট ডেটা: ২৫২ জিবি (প্রতিদিন ৩ জিবি)
- সুবিধা: আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস
- বোনাস: নেটফ্লিক্স বেসিক প্ল্যান, জিওটিভি, জিওক্লাউড অ্যাক্সেস
রিচার্জের জন্য MyJio অ্যাপ, জিওর অফিসিয়াল ওয়েবসাইট বা যেকোনো পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা। রিচার্জের পর Netflix অ্যাকাউন্ট লিঙ্ক করলেই শুরু হবে স্ট্রিমিং। এছাড়াও, জিওর অন্যান্য প্ল্যানে JioHotstar ও Amazon Prime সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
এদিকে, এয়ারটেলও গ্রাহকদের জন্য ওটিটি সুবিধা যুক্ত করেছে।
১৮১ টাকার প্ল্যান
- মেয়াদ: ৩০ দিন
- ডেটা: ১৫ জিবি
- সুবিধা: এয়ারটেল এক্সস্ট্রিম প্লে সাবস্ক্রিপশন (২২+ ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস, যেমন সনি লিভ, হইচই, লায়ন্সগেট প্লে, সান এনএক্সটি, )।
৪৫১ টাকার প্ল্যান
- মেয়াদ: ৩০ দিন
- ডেটা: ৫০ জিবি
- সুবিধা: জিও সিনেমা (হটস্টার) সাবস্ক্রিপশন, ক্রিকেট ও বলিউড কন্টেন্ট অ্যাক্সেস।