New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/27/qCpK8FR3tXzcxboEEnBc.jpg)
Jio গ্রাহকরা এখন থেকে পাবেন কম খরচে বেশি সুবিধা।
Jio Recharge Plan Under 300: Jio গ্রাহকরা এখন থেকে পাবেন কম খরচে বেশি সুবিধা। বিশেষ করে যারা মাসে ২০০-৩০০ টাকার মধ্যেই রিচার্জ করেন তাদের জন্য জিও নিয়ে এসেছে একের পর এক ধামাকা অফার। এবার কম পয়সায় পেয়ে যান অধিক সুবিধা।
Advertisment
আপনি কী জিও ইউজার? কম খরচে দুর্দান্ত রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন? যদি আপনার বাজেট থাকে ৩০০ টাকার নিচে, তাহলে Jio-আপনার জন্য বেশি কিছু দুর্দান্ত প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যারা অধিক ডেটা ও কলিংয়ের সুবিধা চান, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানগুলি একেবারে আদর্শ। চলুন আজকের এই প্রতিবেদন জেনে নেওয়া যাক
নামমাত্র খরচে ৩৬৫ দিন অ্যাকটিভ রাখুন আপনার সিম কার্ড! জানুন Airtel, Jio Vi-এর সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি?
জিও-র ৩০০ টাকার নিচের সেরা কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে
🔹 Jio -এর 198 টাকার রিচার্জ প্ল্যান:
Advertisment
- মেয়াদ: ১৪ দিন
- ডেটা: প্রতিদিন ২ জিবি (মোট ২৮ জিবি)
- কলিং: আনলিমিটেড
- SMS: প্রতিদিন ১০০
- অ্যাপ এক্সেস: JioTV, JioCinema, JioCloud এ ফ্রি অ্যাকসেস।
🔹 Jio-এর 199 টাকার রিচার্জ প্ল্যান:
- মেয়াদ: ১৮ দিন
- ডেটা: প্রতিদিন ১.৫ জিবি (মোট ২৭ জিবি)
- কলিং ও SMS: প্রতিদিন ১০০ SMS সহ আনলিমিটেড কলিং
- অ্যাপ: JioTV, JioCinema, JioCloud এ ফ্রি অ্যাকসেস।
🔹 Jio-এর 209 টাকার রিচার্জ প্ল্যান:
- মেয়াদ: ২২ দিন
- ডেটা: প্রতিদিন ১ জিবি (মোট ২২ জিবি)
- কলিং ও SMS: প্রতিদিন ১০০ SMS সহ আনলিমিটেড কলিং
- অ্যাপ: JioTV, JioCinema, JioCloud এ ফ্রি অ্যাকসেস।
🔹 Jio 239 টাকার রিচার্জ প্ল্যান:
- মেয়াদ: ২২ দিন
- ডেটা: প্রতিদিন ১.৫ জিবি (মোট ৩৩ জিবি)
- অ্যাড-অন: আনলিমিটেড কলিং + প্রতিদিন ১০০ SMS
- অ্যাপ: Jio-এর সমস্ত বিনামূল্যের অ্যাপ
🔹 Jio-এর 249 টাকার রিচার্জ প্ল্যান:
- মেয়াদ: ২৮ দিন
- ডেটা: প্রতিদিন ১ জিবি (মোট ২৮ জিবি)
- কলিং ও SMS: প্রতিদিন ১০০ SMS সহ আনলিমিটেড কলিং
- অ্যাপ: JioTV, JioCinema, JioCloud-এ ফ্রি অ্যাকসেস।