Jio vs Airtel: সবচেয়ে সস্তায় পান ধামাকা অফার, জিও নাকি এয়ারটেল? রেসের মাঠে এগিয়ে কে?

Jio vs Airtel: ৮৪ দিনের রিচার্জে জিও নাকি এয়ারটেলকে বেছে নেবেন? প্রতিদিনের ডেটা, কলিং, নেটফ্লিক্স এবং অন্যান্য সুবিধা তুলনা করে জানুন- কোন প্ল্যান সেরা।

Jio vs Airtel: ৮৪ দিনের রিচার্জে জিও নাকি এয়ারটেলকে বেছে নেবেন? প্রতিদিনের ডেটা, কলিং, নেটফ্লিক্স এবং অন্যান্য সুবিধা তুলনা করে জানুন- কোন প্ল্যান সেরা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio vs Airtel 28 days plan, Cheapest Jio recharge, Cheapest Airtel prepaid, Jio 249 plan benefits, Airtel 299 plan details, Jio 5G unlimited plan, Airtel Xstream Play free, Best monthly data plan 2025, Jio vs Airtel comparison, Daily 3GB data plan

সস্তায় তোলপাড় ফেলা বাম্পার অফারে বড় চমক jio না Airtel-এর?

Jio vs Airtel: টেলিকম সেক্টরে বর্তমানে Airtel এবং Jio হল সবচেয়ে জনপ্রিয় দুটি কোম্পানি। গ্রাহকরা তাদের সুবিধা, দাম এবং অতিরিক্ত সুবিধা দেখে রিচার্জ প্ল্যান বেছে নেন। বিশেষ করে ৮৪ দিনের ভ্যালিডিটি-সহ রিচার্জ প্ল্যানের চাহিদা বেশি।এই ধরনের দীর্ঘমেয়াদি প্ল্যান ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। কারণ একবার রিচার্জ করলেই প্রায় তিন মাস ধরে ডেটা, কলিং ও OTT সুবিধা পাওয়া যায়।

Advertisment

Airtel ৮৪ দিনের প্ল্যান: সুবিধা ও দাম

এয়ারটেল দুই ধরনের ৮৪ দিনের প্রিপেইড প্ল্যান অফার করছে। তার মধ্যে ১,১৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন SMS, 5G ডেটা সুবিধা, বিনামূল্যে আমাজন প্রাইম লাইট (Amazon Prime Lite) পাওয়া যাচ্ছে। ৯৭৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। তবে বিনামূল্যে SMS-এর সুবিধা নেই। যাঁরা শুধু কলিং করতে চান, তাঁদের জন্য ৪৬৯ টাকার ভয়েস-ওনলি প্ল্যান আছে। এই ভয়েস-ওনলি প্ল্যানে আছে ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা। Airtel-এর এই প্ল্যানগুলোতে ডেটার পরিমাণ বেশি এবং OTT সাবস্ক্রিপশন-সহ অন্যান্য সুবিধা রয়েছে। বিশেষ করে যাঁরা Amazon Prime Lite বা 5G ডেটা ব্যবহার করতে চান, তাঁদের জন্য এটি আদর্শ।

আরও পড়ুন- অল্প দিনেই মালামাল হতে চান? ডিজিট্যাল সোনায় বিনিয়োগের আগে জানুন এই বিষয়টি

Advertisment

Jio ৮৪ দিনের প্ল্যান: সুবিধা ও দাম

Jio-এর প্ল্যানও সমান জনপ্রিয় এবং কিছু ক্ষেত্রে বেশি সুবিধা দেয়। তার মধ্যে ১,২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, 5G ডেটা, বিনামূল্যে Netflix + JioTV সুবিধা দেয়। ৭৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলছে। তবে, OTT সাবস্ক্রিপশন নেই। ৪৫৮ টাকার ভয়েস-ওনলি প্ল্যানে ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে। Jio-এর এই প্ল্যানগুলোতে OTT সুবিধা, Netflix এবং JioTV-ও অন্তর্ভুক্ত। যাঁরা বিনোদন চান তাঁদের ক্ষেত্রে Jio একটু এগিয়ে রয়েছে। 

আরও পড়ুন- দিওয়ালি ধামাকা অফার, অনলাইন খাবার অর্ডারে পান ৬০০ টাকার বেনিফিট, ৮৪ দিন নেই কোন রিচার্জের ঝামেলা

ডেটা বনাম OTT: কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

যদি আপনি প্রতিদিন বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে Airtel-এর ১,১৯৯ টাকার প্ল্যানটি ভালো। Netflix ও JioTV ব্যবহার করতে চান? তাহলে Jio ১,২৯৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। শুধু কল করতে চাইলে জিও বা এয়ারটেল দুইটিরই ভয়েস-ওনলি প্ল্যান বেছে নিতে পারেন। যদি আপনার ডেটা ব্যবহারের ওপর বেশি লক্ষ্য থাকে এবং আমাজন প্রাইম লাইট (Amazon Prime Lite) ব্যবহার করতে চান, তাহলে Airtel ১,১৯৯ টাকার প্ল্যানই সেরা। আর যদি OTT সুবিধা এবং Netflix গুরুত্বপূর্ণ হয় এবং দাম কিছুটা বেশি হয়, তাহলে Jio ১,২৯৯ টাকার প্ল্যানই আদর্শ। আর, সাধারণ গ্রাহকের জন্য ৮৪ দিনের আনলিমিটেড কলিং+দৈনিক ২ জিবি ডেটাই যথেষ্ট।

jio airtel