jio-vs-airtel-vs-vi: ভারতের বাজারে 5G পরিষেবাকে কেন্দ্র করে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi) বর্তমানে তাদের সস্তা ও আকর্ষণীয় আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের মাধ্যমে ইউজার টানতে সরাসরি প্রতিযোগিতার আসরে নেমেছে। আপনি কী সাধ্যের মধ্যে সস্তায় 5G প্ল্যান খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোন কোম্পানি দিচ্ছে 'ভ্যালু ফর মানি'রিচার্জ প্ল্যান?
ভারতের টেলিকম জগতে 5G শুরু থেকেই শুরু হয়েছে প্রাইস ও বেনিফিটের লড়াই। রিলায়েন্স জিও (Jio), এয়ারটেল (Airtel), এবং ভোডাফোন আইডিয়া (Vi) – এই তিনটি প্রধান কোম্পানি এখন একে অপরকে টেক্কা দিতে আনলিমিটেড প্রিপেইড 5G প্ল্যানে নানা আকর্ষণীয় অফার দিচ্ছে।
দীর্ঘমেয়াদি বা বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে, জিও ও এয়ারটেলের ৩৫৯৯ টাকার প্ল্যানটি বেশ জনপ্রিয়। জিও এই দামে প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ JioTV, JioCinema ও JioCloud-এর মতো অ্যাপের ফ্রি এক্সেস দিচ্ছে। অপরদিকে, এয়ারটেল একই দামে ২ জিবি/দিন ডেটা সহ Hellotunes, Wynk Music এবং Apollo 24/7-এর সুবিধা দিচ্ছে। Vi-এর বার্ষিক প্ল্যানের দাম ৩৬৯৯ টাকা, যেখানে মিলছে ২ জিবি/দিন ডেটা, সাথে রাতভর আনলিমিটেড ডেটা ও উইকেন্ড রোলওভার, এবং Amazon Prime-এর ফ্রি সাবস্ক্রিপশন।
৮৪ দিনের প্ল্যানে, জিওর ৮৫৯ টাকার প্যাকটি বেশ কার্যকর, যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং JioSaavn Pro-সহ অন্যান্য অ্যাপের এক্সেস মিলছে। এয়ারটেল ৯৭৯ টাকায় ২ জিবি/দিন ডেটা ও Xstream Play সহ একাধিক অ্যাপ বেনিফিট দিচ্ছে। Vi-এর ৮৫৯ টাকার প্ল্যানে আছে ১.৫ জিবি/দিন ডেটা ও রাতভর আনলিমিটেড ব্যবহারের সুযোগ, যদিও কোনো OTT সুবিধা নেই।
স্বল্প মেয়াদের প্ল্যানে, জিওর ২৪৯ টাকার প্ল্যানে ১ জিবি/দিন ডেটা, সঙ্গে JioTV ও JioCloud-এর এক্সেস পাওয়া যায়। Airtel-এর ২৯৯ টাকার প্ল্যানে একই ডেটা সহ Wynk Music ও Hellotunes রয়েছে। এককালীন ডেটা পছন্দ করলে তিন সংস্থার ২৫ জিবির প্ল্যানগুলিও রয়েছে (জিও ও এয়ারটেল ৩৫৫ টাকা, Vi ৩৪৫ টাকা)।
কোনটি সেরা?
যদি বেশি ডেটা ও OTT এক্সেস আপনার অগ্রাধিকার হয়, তাহলে Jio ও Airtel এগিয়ে। Vi-এর ফিচার যেমন উইকেন্ড রোলওভার বা আনলিমিটেড নাইট ডেটা কিছু ব্যবহারকারীর জন্য বিশেষ কার্যকর হতে পারে। তবে Vi-তে বিনামূল্যে OTT সুবিধা কেবল বার্ষিক প্ল্যানেই সীমাবদ্ধ।