Most followed Instagram accounts India 2025: ইনস্টাগ্রামে এই ১০সেলিব্রিটির রয়েছে সবচেয়ে বেশি ফলোয়ার, দ্বিতীয় স্থানে মোদী,শীর্ষে কে জানেন?

Most followed Instagram accounts India 2025: সম্প্রতি সর্বাধিক ফলোয়ার রয়েছে এমন ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার টপ ১০-এ কোন কোন সেলিব্রিটিদের নাম রয়েছে এবং ইনস্টাগ্রামে তাদের কতজন ফলোয়ার আছে?

Most followed Instagram accounts India 2025: সম্প্রতি সর্বাধিক ফলোয়ার রয়েছে এমন ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার টপ ১০-এ কোন কোন সেলিব্রিটিদের নাম রয়েছে এবং ইনস্টাগ্রামে তাদের কতজন ফলোয়ার আছে?

author-image
IE Bangla Tech Desk
New Update
most followed Instagram accounts India 2025, Virat Kohli Instagram followers, Narendra Modi Instagram, Shraddha Kapoor Instagram, Priyanka Chopra most followed, Indian celebrities Instagram ranking, top 10 Instagram influencers India, Alia Bhatt Katrina Kaif Instagram, Deepika Padukone Neha Kakkar Instagram followers, Urvashi Rautela Instagram stats, Salman Khan Instagram followers, Shah Rukh Khan Amitabh Bachchan Instagram rank

দ্বিতীয় স্থানে মোদী,শীর্ষে কে জানেন?

Most followed Instagram accounts India 2025:সম্প্রতি সর্বাধিক ফলোয়ার রয়েছে এমন ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার টপ ১০-এ কোন কোন সেলিব্রিটিদের নাম রয়েছে এবং ইনস্টাগ্রামে তাদের কতজন ফলোয়ার আছে? চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিস্তারিত। আপনি জেনে সবচেয়ে অবাক হবেন যে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন, যাদের ফ্যান ফলোয়িং ভারতে সবচেয়ে বেশি আলোচিত, তারাও শীর্ষ দশে জায়গা করে নিতে পারেননি।

Advertisment

২৮ দিনের রিচার্জে বিরাট 'বিস্ফোরণ', সস্তায় তোলপাড় ফেলা বাম্পার অফারে বড় চমক jio না Airtel-এর?

শাহরুখ-অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলির সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা ২৭৩ মিলিয়ন। যেখানে বিরাট কোহলি ইনস্টাগ্রামে মাত্র ২৮০ জনকে ফলো করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এবং তাঁর ফলোয়ারের সংখ্যা ৯৬.২ মিলিয়ন। তবে, প্রধানমন্ত্রী মোদী ইনস্টাগ্রামে কাউকে ফলো করেন না। তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, যার ৯৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তিনি ৮৯২ জনকে ফলো করেন।

Advertisment

কয়েক ঘণ্টায় বাড়তে পারে ইনভার্টার ব্যাটারির আয়ু, মানুন এই ৫ টিপস

চতুর্থ স্থানে রয়েছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি ৯২.৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষ ৫ জনের মধ্যে রয়েছেন। তিনি মাত্র ৫৮৫ জনকে ফলো করেন। ভারতে পঞ্চম সর্বাধিক ফলোয়ার রয়েছে  আলিয়া ভাটের। তার ৮৬.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তিনি ৫২৯ জনকে ফলোয়ার করে। ষষ্ঠ স্থানে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, যার ৮০.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ক্যাট নিজে ইন্সটাতে ৫৯২টি অ্যাকাউন্ট ফলো করেন। এরপর রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যার ৮০ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

jio-এর বাজার কাঁপানো অফার, তিন মাস বিনামূল্যে ভরপুর বিনোদন, পান ফ্রি'তেই OTT সাবস্ক্রিপশন

ভারতে সর্বাধিক ফলো করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলির মধ্যে গায়িকা নেহা কক্করের হ্যান্ডেলটি অষ্টমে রয়েছে। ইনস্টাগ্রামে তাকে ৭৭.৯ মিলিয়ন মানুষ ফলো করেন এবং তিনি নিজে কাউকে ফলো করেন না। উর্বশী রাউতেলা এই তালিকার ৯  নম্বরে রয়েছেন। উর্বশীর ৭১.২ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে। ১০ নম্বরে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান, যার ফলোয়ার সংখ্যা ৭০.৬ মিলিয়ন এবং তিনি ৪৩ জনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করেন।

সবচেয়ে সস্তায় ৩৬৫ দিনের বৈধতা, মারকাটারি সুবিধা, jio-কে জোর টক্কর Airtel-এর

instagram Tech News