Jio vs Airtel vs Vi vs BSNL: ২০২৪ সাল শেষ হতে হাতে গোণা আর মাত্র কয়েকদিন বাকি। আপনি যদি নতুন বছরের শুরুর আগে সস্তার সেরা রিচার্জ প্ল্যানের কথা চিন্তা-ভাবনা করেন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনি জেনে নিন কোন কোম্পানির রিচার্জে আপনি পাবেন সর্বোচ্চ বৈধতা। আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যাতে আপনি পেয়ে যান দীর্ঘ বৈধতা। যাতে বারবার রিচার্জের ঝামেলা থেকে পেয়ে যান নিমেষেই রেহাই।
দেশের নম্বর ওয়ান টেলিকম সংস্থা রিলায়েন্স জিও । এর পাশাপাশি এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলও তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বর্ষশেষে বাম্পার অফার। আসুন জেনে নেওয়া যাক সস্তার সেরা রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে।
এক বছরের বৈধতার সাথে Jio-এর সেরা রিচার্জ প্ল্যান
Jio 336 এবং 365 দিনের বৈধতার সাথে বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করে। 336 দিনের বৈধতা সহ প্ল্যানটির দাম 895 টাকা। এই প্ল্যানে মোট 24 জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও, আপনি আনলিমিটেড কলিং, প্রতি 28 দিনে 50টি SMS, Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। Jio-এর এই এক বছরের বৈধতা সমেত প্ল্যানের দাম 3,599 টাকা। এতে আপনি প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 100টি SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানে Jio অ্যাপের সুবিধা পাওয়া যাবে।
Airtel এবং Vi-এর 365 দিনের প্ল্যান
Airtel এবং Vodafone উভয়ই 365 দিনের বৈধতার সাথে গ্রাহকদের সেরা প্ল্যান অফার করে। এক বছরের জন্য সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 1999 টাকা, উভয় কোম্পানিই প্রতিদিন 24 জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং 100টি SMS এর সুবিধা অফার করে৷
BSNL এর এক বছরের রিচার্জ প্ল্যান
BSNL-এর 365 দিনের প্ল্যানটি 2,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3GB ডেটার সুবিধা পান। এছাড়াও 100টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা।