Jio VS BSNL Prepaid Plan Details: শীর্ষ টেলিকম সংস্থা jio সম্প্রতি তার দিওয়ালি অফার ঘোষণা করেছে। এই প্ল্যানগুলিতে গ্রাহকরা ফ্রি কল এবং অতিরিক্ত ডেটার মতো সুবিধা পান। BSNL-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিবেচনা করে, Jio দুটি সস্তার প্রিপেইড প্ল্যান চালু করেছে, এই প্ল্যানগুলির দাম যথাক্রমে 899 টাকা এবং 999 টাকা। এই প্ল্যানগুলিতে, ব্যবহারকারীরা প্রতিদিন ১০ টাকার কম খরচে আনলিমিটেড কলিং এবং ডেটার মতো সুবিধা পান। বৈধতা 90 থেকে 98 দিন। আসুন, Jio-এর এই দুটি বিশেষ রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio-এর 899 টাকার প্ল্যান
Jio-এর এই 899 টাকার প্ল্যানে 90 দিনের জন্য আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে গ্রাহকরা পান 20GB অতিরিক্ত ডেটার সুবিধা। সেই সঙ্গে ব্যবহারকারীরা প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধাও পাবেন। Jio-এর এই প্ল্যানটি একেবারে বাজেট ফ্রেন্ডলি ।
১৫ হাজারের কমে বাজারের সেরা তিন 5G স্মার্টফোন, পাবেন প্রিমিয়াম ফিচার্স
999 টাকার প্ল্যান
Jio-এর 999 টাকার প্ল্যানটির বৈধতা 98 দিন। এতে ব্যবহারকারীরা দৈনিক 2GB ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এর সঙ্গেই ব্যবহারকারীরা প্রতিদিন 100টি ফ্রি SMS-এর সুবিধাও পাবেন। বিশেষ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা JioTV এবং JioCinema-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধাও পাবেন।
BSNL-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
আমরা আপনাকে বলি যে BSNL-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম 1,198 টাকা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা 365 দিন বা 12 মাস। এই প্ল্যানের সুবিধার কথা বলতে গেলে, সারা দেশে যে কোনও নম্বরে কল করার জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে 300 ফ্রি মিনিট দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে ইউজাররা প্রতি মাসে 3GB হাই স্পিড 3G/4G ডেটা পান। শুধু তাই নয়, ব্যবহারকারীরা এই প্ল্যানে প্রতি মাসে 30টি ফ্রি SMS এর সুবিধাও পাবেন।
সাড়ে তিন টাকার খরচে গোটা বছরের রিচার্জের টেনশন থেকে মুক্তি! পড়ুন ভাইফোঁটার ধামাকা নিউজ
BSNL তার 365 দিনের রিচার্জ প্ল্যানের দামও কমিয়েছে। কোম্পানি এই প্ল্যানের দাম 100 টাকা কমিয়েছে। এর সুবিধার কথা বলতে গেলে, কোম্পানির এই প্ল্যানে, ইউজাররা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পান। এতে ব্যবহারকারীরা কোনো দৈনিক সীমা ছাড়াই মোট 600GB ডেটার সুবিধা পান। এছাড়াও প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 100টি বিনামূল্যের এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানের দাম আগে ছিল 1999 টাকা যা এখন কমে 1899 টাকা হয়েছে।