jio bharat j1: লঞ্চ হল Jio-র নতুন ফোন, এখন বড় স্ক্রিনে ঘরে বসে দেখুন সিনেমা। জীবন এখন আরও রঙিন।
Advertisment
Jio লঞ্চ করেছে সংস্থার নয়া ফোন JioBharat J1 । এটি একটি 4G ফোন। নতুন ডিজাইন এবং লুকে বাজারে লঞ্চ করেছে সংস্থা। ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ বিক্রির জন্য উপলব্ধ। Jio Bharat J1 ফোনে আগের থেকে বড় স্ক্রিন থাকবে। এটি একটি ফিচার ফোন। দাম কত? JioBharat J1-এর আসল দাম 2,999 টাকা, কিন্তু ফোনটিতে দেওয়া হচ্ছে 40 শতাংশ ছাড়। যার পরে আপনি মাত্র পরে 1,799 টাকায় অনলাইন ইকমার্স সাইট থেকে কিনতে পারবেন। ফোনটি 81 টাকার EMI বিকল্পেও কিনতে পারবেন আপনি। এই ফোনের উপর থাকছে ১ বছরের ওয়ারেন্টি।
JioBharat J1 এর স্পেসিফিকেশন JioBharat J1 এ, থাকছে একটি 2.8 ইঞ্চি ডিসপ্লে। যার রেজোলিউশন 240 x320 পিক্সেল। ফোনটি Threadx RTOS অপারেটিং সিস্টেমে কাজ করবে। ফোনটিতে 512MB RAM দেওয়া হবে। এছাড়াও 4 জিবি স্টোরেজ দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 0.3MP রিয়ার ক্যামেরা দেওয়া হবে। ফোনে Jio TV, Jio Cinema, Jio Saavn, Jio Pay UPI অ্যাপ দেওয়া হবে।
এছাড়াও, Jio Chat এবং Jio Movie-র বিকল্প দেওয়া হবে। এছাড়াও ফোনটিতে 2500mAh ব্যাটারি দেওয়া হবে। ফোনটিতে এলইডি টর্চ, ডিজিটাল ক্যামেরা থাকবে। এই ফোনে 123 টাকায় 28 দিনের জন্য 14 জিবি মাসিক ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে।