Mahindra BE 6 & XEV 9e: মাত্র ২০ মিনিটেই ফুল চার্জ...! ৬৮২ কিলোমিটার দুর্দান্ত রেঞ্জ! কত টাকায় লঞ্চ হল Mahindra ইলেকট্রিক SUV-এর টপ ভেরিয়েন্ট?
টাটা মোটরসকে চ্যালেঞ্জ ছুঁড়ে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে আধিপত্য বিস্তারে আসরে নেমেছে মাহিন্দ্রা। Mahindra BE 6 এবং XEV 9e-এর টপ মডেল লঞ্চ করেছে। দিনে দিনে দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে একের পর এক গাড়ি নির্মাতা কোম্পানিগুলি বাজারে নতুন মডেলের গাড়ি লঞ্চ করছে। এবার Mahindra BE 6 এবং XEV 9e টপ মডেল লঞ্চ করেছে।
ভারতে Mahindra BE 6e দাম
Mahindra-এর এই বৈদ্যুতিক SUV-এর টপ মডেলে আপনি 79kWH ব্যাটারি পাবেন, এই ব্যাটারি বিকল্পের সাথে গাড়ির প্রারম্ভিক মূল্য 26.90 লক্ষ টাকা (এক্স-শোরুম)। মনে রাখবেন যে নভেম্বরে লঞ্চ হওয়া 59kWh ব্যাটারি ভেরিয়েন্টের দাম 18 লাখ 90 হাজার টাকা (এক্স-শোরুম)।
ভারতে Mahindra XEV 9e দাম
এই Mahindra ইলেকট্রিক গাড়ির দাম 6e-এর টপ মডেলের থেকে কিছুটা বেশি। 79kWh ভেরিয়েন্টের এই গাড়িটির প্রারম্ভিক মূল্য 30 লাখ 50 হাজার টাকা (এক্স-শোরুম)। মনে রাখবেন যে এই গাড়িটির 59kWh ব্যাটারি ভেরিয়েন্ট নভেম্বর মাসে 22.90 লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যের সাথে লঞ্চ করা হয়েছিল।
ডেলিভারি কবে থেকে শুরু ?
উল্লেখ্য যে এই দুটি গাড়ির শীর্ষ মডেলের বুকিং ১৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হবে। 79kWh ব্যাটারি ভেরিয়েন্টের বিক্রয় মার্চ ২০২৫ থেকে শুরু হতে পারে। 79kWh ব্যাটারি ভেরিয়েন্টে আপনি একবার সম্পূর্ণ চার্জে 682 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পেতে পারেন। এছাড়াও, এই ভেরিয়েন্টটি 6.7 সেকেন্ডে 0 থেকে 100 কিমি গতিতে পৌঁছাতে সক্ষম।