রিলায়েন্স জিও প্ল্যানের নাম ‘All-in-One’। যা শুরু ২২২ টাকা থেকে। ৩৩৩, ৪৪৪, এবং ৫৫৫ টাকার রিচার্জ প্যাক রয়েছে নতুন তালিকায়। আনলিমিটেড কলিং থাকবে জিও টু জিও নম্বরে। নতুন তালিকার প্ল্যানে রিচার্জ করলে বিনামূল্যে দেওয়া আইইউসি মিনিটের আওতায় আপনাকে দিতে হবে না ছয় পয়সার কল চার্জ। রিলায়েন্স জিও জানিয়েছে, নন জিও নম্বরে ১০০০ মিনিট ফ্রি ও প্রত্যেকদিন ২ জিবি ডেটা ও ১০০টি এসএমএস ব্যবহার করতে পারবেন।
কয়েকদিন আগে রিলায়েন্স জিও ঘোষণা করেছে তাদের ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ (আইইউসি) র জন্য এখন থেকে মিনিটে ৬ পয়সা করে খরচ পড়বে, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্কে কল আর ফ্রি থাকবে না। যেকারণে গ্রাহকদের সুবিধা দিতে কিছু ভাউচার প্যাক নিয়ে এসেছে রিলায়েন্স।
আরও পড়ুন: সেলফ ড্রাইভ কার সার্ভিস এবার ওলা’তে
All-in-one রিচার্জ প্যাকের তালিকা
আরও পড়ুন: একগুচ্ছ দিওয়ালি উপহার নিয়ে এল জিও, খরচ কমল ৮০১ টাকা
২২২ টাকার প্ল্যানের সঙ্গে পাবেন ২৮ দিনের আনলিমিটেড ভয়েস কল ও ২ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস এর সুবিধা। ৩৩৩ টাকার রিচার্জে বৈধতা থাকবে ৫৬ দিন। বাকি সুবিধা একই। ৪৪৪ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। পত্যেকদিন ডেটা ব্যবহার করতে পারবেন ২ জিবি ও ১০০ টি এসএমএসের সুবিধা। প্রতি রিচার্জের সঙ্গে ১১১ টাকা অতিরিক্ত খরচ করলে এক মাস করে মেয়াদ বেড়ে যাবে। সেই সঙ্গে পেয়ে যাবেন বিনামূল্যে আইইউসি মিনিট। উল্লেখ্য, এই তিন প্ল্যানে বিনামূল্যে ১০০০ আইইউসি মিনিট পাবেন নন্ জিও নম্বরে।
all in one pack
আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর ‘ফ্রি কল’ দিচ্ছে রিলায়েন্স জিও
৫৫৫ টাকার রিচার্জ প্ল্যানে ৩,০০০ আইইউসি মিনিট পাবেন বিনামূল্যে। যা ব্যবহার করতে পারবেন ৮৪ দিন। ৩৯৯ টাকার রিচার্জের বৈধতা ৮৪ দিন, এই সময়কালে আইইউসি মিনিট পেতে আপনাকে অতিরিক্ত ৮০ টাকার রিচার্জ করতে হবে।