/indian-express-bangla/media/media_files/2025/06/26/rule-chages-2025-06-26-18-42-28.jpg)
১ জুলাই থেকে দেশ জুড়ে নিয়মে বিরাট বদল
Rule Changes: ১ জুলাই থেকে বদলাচ্ছে ট্রেনের টিকিট, প্যান-আধার, এটিএম ও ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়ম, বাড়বে আপনার খরচ!
নতুন মাস মানেই একগুচ্ছ নতুন নিয়ম। ১ জুলাই ২০২৫ থেকে ভারতে রেল, ব্যাংকিং ও প্যান সংক্রান্ত বেশ কিছু বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলি আপনার দৈনন্দিন জীবন এবং খরচের উপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে ট্রেনের টিকিট, প্যান কার্ড, এটিএম ব্যবহার ও HDFC ক্রেডিট কার্ডে পেমেন্টের নিয়মে পরিবর্তন হচ্ছে। নিচে এক নজরে দেখে নিন কী কী বদল আসছে—
ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে
রেলের নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০২৫ থেকে ট্রেনের টিকিটের ভাড়া বাড়বে—
এসি ট্রেনের ক্ষেত্রে: প্রতি কিলোমিটারে ২ পয়সা ভাড়া বাড়বে
নন-এসি ট্রেনের ক্ষেত্রে: প্রতি কিলোমিটারে ১ পয়সা করে বাড়বে ভাড়া
নতুন অনলাইন বুকিং নিয়ম: শুধুমাত্র আধার-যাচাই করা IRCTC অ্যাকাউন্ট থেকে অনলাইন ট্রেনের টিকিট বুক করা যাবে
প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক
১ জুলাই ২০২৫ থেকে প্যান কার্ড তৈরি করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্যান-আধার লিঙ্ক করার শেষ দিন ৩১ ডিসেম্বর ২০২৫
ICICI ব্যাংকের এটিএম চার্জ বাড়ছে
ICICI ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ—
৫টি পর্যন্ত লেনদেন ফ্রি (মেট্রো শহরে ৩টি)
এরপর প্রত্যেক অতিরিক্ত এটিএম লেনদেনে ২৩ টাকা চার্জ দিতে হবে
HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে লাগবে চার্জ
HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও নিয়ম বদল—
থার্ড-পার্টি অ্যাপ থেকে পেমেন্টে ১% চার্জ
ইলেকট্রিক বিল বা ইউটিলিটি বিল পেমেন্টেও প্রযোজ্য হবে এই চার্জ
এই নিয়মও ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর
জুলাই মাসে রেলের ভাড়া থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবার খরচ বাড়ছে। সময়মতো আধার ও প্যান সংযুক্ত না করলে প্যান অবৈধ হতে পারে। আর ব্যাঙ্ক লেনদেনে বা বিল পেমেন্টে এখন বেশি সতর্ক থাকা জরুরি।