Kedarnath Helicopter: কেদারনাথে বিরাট কেলেঙ্কারি! মুহূর্তে উধাও লাখ লাখ টাকা

Kedarnath Helicopter: কেদারনাথ যাত্রায় হেলিকপ্টার টিকিট বুকিংয়ের নামে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। ভুয়ো ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ বন্ধ করে কড়া পদক্ষেপ নিল উত্তরাখণ্ড পুলিশ। সতর্ক থাকার বার্তা।

Kedarnath Helicopter: কেদারনাথ যাত্রায় হেলিকপ্টার টিকিট বুকিংয়ের নামে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। ভুয়ো ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ বন্ধ করে কড়া পদক্ষেপ নিল উত্তরাখণ্ড পুলিশ। সতর্ক থাকার বার্তা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Kedarnath Helicopter: দুর্গম পথের কারণে হেলিকপ্টারে চেপে কেদারনাথ যাত্রায় মানুষের আগ্রহ বেড়েছে।

Kedarnath Helicopter: দুর্গম পথের কারণে হেলিকপ্টারে চেপে কেদারনাথ যাত্রায় মানুষের আগ্রহ বেড়েছে। (ছবি- প্রতীকী)

Kedarnath Helicopter: কেদারনাথ মন্দিরে তীর্থযাত্রার সময় হেলিকপ্টার টিকিট বুকিংয়ের নামে সাধারণ মানুষকে প্রতারিত করছে একাধিক সাইবার অপরাধী। এই সমস্যা এতটাই বেড়ে গেছে যে উত্তরাখণ্ড সরকার এবং পুলিশ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

কীভাবে প্রতারণা চলছে?

Advertisment

সম্প্রতি, উত্তরাখণ্ড পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এক বিবৃতিতে জানায়, অন্তত ৫১টি ভুয়া ওয়েবসাইট, ৫৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি হোয়াটসঅ্যাপ নম্বর এবং ১১১টি ফোন নম্বর ব্লক করা হয়েছে। প্রতারকরা সোশ্যাল মিডিয়া পেজে ভুয়া বিজ্ঞাপন দিয়ে ‘অফার প্রাইসে’ হেলিকপ্টার টিকিট বিক্রির প্রলোভন দেখায়। এইসব টিকিট এমন কিছু রুটের বলে দাবি করা হয়েছে, যেখানে আদৌ কোনও পরিষেবাই নেই।

আরও পড়ুন- বাম্পার ডিসকাউন্ট! ওলার এই ই-বাইকে বিরাট ছাড়, জামাইষষ্ঠীর সবচেয়ে বড় চমক

সরকারের সতর্কতা ও পদক্ষেপ

Advertisment

উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, তারা ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে মানুষকে সচেতন করছে। এখন পর্যন্ত অন্তত ৩৭টি সোশ্যাল মিডিয়া পেজ ব্লক করা হয়েছে। পুলিশ সবাইকে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনও মাধ্যমে হেলিকপ্টারের টিকিট না কাটার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন- কত দিন পরপর চিমনি পরিষ্কার করবেন? কী কারণে বাড়তে পারে আগুনের ঝুঁকি?

এবং

আরও পড়ুন- হাজার হাজার ছাড়ে সেরা ৫ ওয়াশিং মেশিন, এমন সুযোগ মিস করলে অফসোস হবে

সাধারণ মানুষ কী করবেন?

  1. শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন: IRCTC-এর মাধ্যমে বুকিং নিশ্চিত করুন।

  2. প্রতারকদের রিপোর্ট করুন: সন্দেহজনক ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ দেখলে ১৯৩০ নম্বরে কল করুন বা ইমেল করুন ccps.deh@uttarakhandpolice.uk.gov.in

  3. সস্তা দামে অফার এড়ান: কম দাম ও দ্রুত পরিষেবার নামে কেউ যদি অফার করে, সতর্ক হোন।

  4. প্রমাণ চেক করুন: এজেন্টের পরিচয়পত্র, বুকিং কনফার্মেশন, এবং রিসিভ চেক করুন।

  5. ভুয়া পেজের ফাঁদে পা দেবেন না: অনেক সময় পেজে IRCTC-এর নাম বা লোগো ব্যবহার করেও প্রতারণা করা হয়।

আরও পড়ুন- ইনভার্টার কিনবেন? জানুন বাড়ির জন্য কোনটি বেস্ট?

তীর্থযাত্রা ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত। সেই অভিজ্ঞতা যেন কোনওভাবেই প্রতারণার ছায়ায় না পড়ে, সে বিষয়ে সজাগ থাকাই একমাত্র পথ। সরকার এবং পুলিশ সতর্ক হলেও ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। শুধুমাত্র অফিসিয়াল বুকিং মাধ্যম ব্যবহার করলেই এমন ভয়ঙ্কর প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Helicopter Kedarnath