Laser-based weapon DRDO: চিন-পাকিস্তানের ঘুম উড়ল! অত্যাধুনিক লেজার ওয়েপনে শক্তি প্রদর্শন ভারতের

Laser-based weapon DRDO: অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভারতের তৈরি অত্যাধুনিক লেজার অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ। যেটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।

Laser-based weapon DRDO: অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভারতের তৈরি অত্যাধুনিক লেজার অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ। যেটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।

author-image
IE Bangla Tech Desk
New Update
DRDO tests laser-based weapon system

চিন-পাকিস্তানের ঘুম উড়ল! অত্যাধুনিক লেজার ওয়েপনে শক্তি প্রদর্শন ভারতের

Laser-based weapon DRDO:চিন পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে নজিরবিহীন শক্তি প্রদর্শন ভারতের। এবার মুহূর্তেই শত্রুপক্ষের ফাইটার জেট ধ্বংস করতে আসরে অত্যাধুনিক লেজার ডিরেক্টেড এনার্জি ওয়েপন সিস্টেম (DEW) MK-II(A)। 

Advertisment

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভারতের তৈরি অত্যাধুনিক লেজার অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ। যেটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। ৩০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই লেজার অস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে মাত্র কয়েক সেকেন্ডেই।

DRDO চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছেন, এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বশক্তিধর দেশগুলির তালিকায় যুক্ত হল। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন ও ইসরায়েলের মতো দেশই এমন প্রযুক্তির অত্যাধুনিক সামরিক অস্ত্র ছিল। তিনি আরও বলেন, “আমরা স্টার ওয়ার্স প্রযুক্তির মতো ব্যবস্থার দিকেই এগোচ্ছি। আজকের সাফল্য তারই প্রথম ধাপ।” বিশেষজ্ঞরা বলছেন, এই লেজার অস্ত্র ভবিষ্যতে ভারতের সিকিউরিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলবে। 

পেট্রোল স্কুটারের ভাবনা ছাড়ুন! নববর্ষে বাম্পার অফারে বিরাট ছাড়ে কিনুন Hero Vida

Advertisment

বিশেষ বিষয় হল এই পুরো সিস্টেমটিতে কোন রকমের গোলাবারুদ বা রকেট ব্যবহার না করেই স্রেফ লেজারের মাধ্যমেই শত্রু পক্ষের ড্রোন ধ্বংস করা সম্ভব হবে। কোনও শব্দ না করেই লক্ষ্যবস্তুকে আঘাত হানতে ওস্তাদ নয়া এই অস্ত্র। যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে বলেই ধারণা। বর্তমানে এটি ৫ কিলোমিটার রেঞ্জের মধ্যে কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পর এবার ভারতও এই উচ্চক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র প্রযুক্তির অধিকারী হিসেবে গর্বের সঙ্গে নিজেদের নাম লেখালো।

Indian army