একটি নয়, ট্রেন্ড মেনে একবারে তিনটি ফোন লঞ্চ করল এলজি। মিড রেঞ্জের 'W' সিরিজের তিনটি ফোন এবার কিনতে পারবেন অনলাইনে। ফোন বিক্রিতে মূলত অ্যামাজনের সঙ্গেই জোট বেঁধেছে এলজি। তিনটি ফোন - W10,W30,এবং W30pro।
কি কি স্পেসিফিকেশন রয়েছে ফোনটিতে ?
প্রথমত, দাম সাধ্যের মধ্যে। W10 এবং W30 সিরিজের দাম ৮,৯৯৯ এবং ৯,৯৯৯ টাকা। ৩ জুলাই থেকে অ্যামাজনে কিনতে পারবেন এই ফোন। W30 Pro এর দাম এখনও ঘোষিত হয়নি।
৮,৯৯৯ টাকার LG W10 ফোনে পেয়ে যাবেন ৬.১৯ ইঞ্চির HD+ FullVision ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ১৮.৯:৯। মিডিয়া টেক হেলিও P22 প্রসেসরে চালিত ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে ফোনটি। ফোনের ক্যামেরায় থাকছে ১৩ ও ৫ মেগাপিক্সেল কম্বিনেশন। ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল। ৪০০০ mAh,অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে LG W10।
আরও পড়ুন: কেবল-ডিটিএইচের মাসিক খরচ বেড়ে গেছে? রইল উপায়
৬.২৬ ইঞ্চির HD+ FullVision ডিসপ্লেতে থাকছে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সঙ্গে খাকছে মিডিয়া টেক হেলিও P22 প্রেসেসর। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে ফোনটি। ৪০০০ mAh এর ব্যাটারির সঙ্গে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে W30। ১২, ১৩, ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা কম্বিনেশনের সঙ্গে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে ফোনটিতে। যার দাম ৯,৯৯৯ টাকা।
আরও পড়ুন: জুলাইতেই আগমন, চলছে জিও গিগাফাইবারের পরীক্ষামূলক ব্যবহার
W30 Pro ফোনে থাকছে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর প্রসেসরের সঙ্গে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে LG W30 Pro। ৬.২১ ইঞ্চির স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১৯ : ৯, যাতে পাওয়া যাবে HD+ FullVision Display। ১৩, ৫ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে ফোনটিতে। ৪০০০ mAh এর দীর্ঘজীবি ব্যাটারি আছে LG W30 Proতে।