বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৩০ নভেম্বর। তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এ দেশে গ্রহণ শুরু হওয়ার সময় দুপুর ১টা ৪ মিনিট। যা শেষ হবে বিকেল ৫টা ২২ মিনিট পর্যন্ত।
ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের বিভিন্ন অংশে দেখা যাবে গ্রহণ। তবে, আবহাওয়া কেমন থাকবে, তার উপর নির্ভর করছে চন্দ্রগ্রহণ দৃশ্য়মান হবে কিনা। কুয়াশা থাকলে চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
আরও পড়ুন: হ্যালোইনের রাতেই বদলে যাবে চাঁদের রঙ! বিরলতম দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব
এখনও পর্যন্ত চলতি বছরে মোট ৩টি চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। প্রথমটি ১০ জানুয়ারি, দ্বিতীয়টি ৫ জুন ও তৃতীয়টি ৪ জুলাই হয়। এ বছর মোট ৬টি গ্রহণের কথা ছিল। আগামী ১৪ ডিসেম্বর সূর্যগ্রহণ হওয়ার কথা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন