Maruti Celerio CNG: হাজার কিমি-এর অভাবনীয় মাইলেজ, উন্নত ফিচার্সের সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইন, আগুনে পারফরমেন্সে অবাক সকলে

Maruti Celerio CNG: ভারতে গাড়ির বাজারে মারুতি সুজুকির গাড়ি বরাবরই মধ্যবিত্তদের মধ্যে দারুণ জনপ্রিয়। সেই তালিকায় অন্যতম নাম Maruti Suzuki Celerio, যার CNG ভেরিয়েন্ট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

Maruti Celerio CNG: ভারতে গাড়ির বাজারে মারুতি সুজুকির গাড়ি বরাবরই মধ্যবিত্তদের মধ্যে দারুণ জনপ্রিয়। সেই তালিকায় অন্যতম নাম Maruti Suzuki Celerio, যার CNG ভেরিয়েন্ট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
maruti-celerio-cng:

মাত্র ২ লাখ টাকার ডাউন পেমেন্টে কিনে ফেলুন Maruti Celerio CNG, পেয়ে যান ১০০০ কিমি-এর অভাবনীয় রেঞ্জ!

Maruti Celerio CNG: মাত্র ২ লাখ টাকার ডাউন পেমেন্টে কিনে ফেলুন Maruti Celerio CNG, পেয়ে যান ১০০০ কিমি-এর অভাবনীয় রেঞ্জ!

Advertisment

ভারতে গাড়ির বাজারে মারুতি সুজুকির গাড়ি বরাবরই মধ্যবিত্তদের মধ্যে দারুণ জনপ্রিয়। সেই তালিকায় অন্যতম নাম Maruti Suzuki Celerio, যার CNG ভেরিয়েন্ট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কম খরচে দীর্ঘ রেঞ্জ এবং উন্নত সিকিউরিটি ফিচারের জন্য এটি হয়ে উঠছে অনেকের প্রথম পছন্দ। বিশেষ করে যাঁরা প্রতিদিন দীর্ঘ পথ গাড়িতে যাতায়ার করেন, তাঁদের জন্য Maruti Celerio CNG একটি দারুণ চয়েস হতে পারে।

Maruti Celerio VXI CNG ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য প্রায় 6.90 লক্ষ টাকা। দিল্লিতে এই গাড়ির উপর প্রায় ২২,০০০ RTO চার্জ এবং ২৭,০০০ ইনসুরেন্স খরচ যুক্ত হওয়ায় এর অন-রোড দাম দাঁড়ায় ৭.৭৫ লক্ষ টাকার কাছাকাছি। আপনি যদি ২ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন, তাহলে বাকি ৫.৭৫ লক্ষ টাকা লোন নিতে হবে। ৯% সুদের হারে ৫ বছরের জন্য লোন নিলে প্রতি মাসে ১২,০০০ টাকার EMI দিতে হবে। ফলে যাঁদের মাসিক আয় ৩০,০০০ বা তার বেশি, তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প।

Celerio VXI CNG-তে রয়েছে ৬০ লিটার CNG ট্যাঙ্ক, যার সাহায্যে আপনি সহজেই একবার ফুল ট্যাঙ্কে প্রায় ১০০০ কিমি পর্যন্ত যাত্রা করতে পারবেন। 

Advertisment

চার দশক পর মহাকাশে ফের ভারতের দাপট! ইতিহাস গড়া স্রেফ সময়ের অপেক্ষা!

Maruti Celerio CNG-তে থাকছে:

Dual Airbags

EBD সহ ABS

ESP (Electronic Stability Program)

Reverse Parking Sensor

ডাইমেনশন ও বুট স্পেস:

দৈর্ঘ্য: ৩৬৯৫ মিমি

প্রস্থ: ১৬৫৫ মিমি

উচ্চতা: ১৫৫৫ মিমি

বুট স্পেস: ৩১৩ লিটার

চমৎকার বুট স্পেস থাকার ফলে এটি পারিবারিক ভ্রমণের জন্যও বেশ দারুণ।

ইঞ্জিন ও মাইলেজ পারফরম্যান্স:

পেট্রোল ভেরিয়েন্ট: ১.০ লিটার ইঞ্জিন, ৬৭ পিএস শক্তি, ৮৯ এনএম টর্ক

সিএনজি ভেরিয়েন্ট: ৫৬.৭ পিএস শক্তি, ৮২ এনএম টর্ক

CNG মাইলেজ: প্রতি কেজিতে ৩৪ কিমি

Petrol মাইলেজ: প্রতি লিটারে ২৬ কিমি

CNG সংস্করণে শুধুমাত্র ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন উপলব্ধ।

টেক ফিচার ও কমফোর্ট:

৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট

অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট

এসি ভেন্টস ও মিউজিক কন্ট্রোল

ফ্যামিলি ইউজারের জন্য প্রয়োজনীয় সব আধুনিক ফিচার রয়েছে এই গাড়িতে।

কেন কিনবেন Celerio CNG VXI:

দুর্দান্ত মাইলেজ

উন্নত নিরাপত্তা

সাশ্রয়ী EMI

কম রক্ষণাবেক্ষণ খরচ

আধ ঘন্টা, ১ ঘন্টা, নাকি ২ ঘন্টা? কতক্ষণ পর এসি বন্ধ করা উচিত? অর্ধেক মানুষ এই ভুলটি করেন

Maruti Car