Mg Windsor: আরও দাম কমল সবচেয়ে সস্তার এই বৈদ্যুতিক গাড়ির, কী কী ফিচার? মাইলেজ কত? এক ক্লিকেই জানুন A-Z

Mg Windsor: ভারতের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি এমজি উইন্ডসর প্রো-এর দাম এবার আরও ৮৫ হাজার টাকা কমে গেল! সস্তা হল এই গাড়ি, জানুন নতুন দাম, ফিচার, কেন এটি এখন আরও আকর্ষণীয়।

Mg Windsor: ভারতের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি এমজি উইন্ডসর প্রো-এর দাম এবার আরও ৮৫ হাজার টাকা কমে গেল! সস্তা হল এই গাড়ি, জানুন নতুন দাম, ফিচার, কেন এটি এখন আরও আকর্ষণীয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric Car India: ভারতে বৈদ্যুতিক গাড়ি।

Electric Car India: ভারতে বৈদ্যুতিক গাড়ি। (প্রতীকী ছবি)

Electric Car India: দাম কমিয়ে দিল এমজি মোটর! ভারতের ইভি বাজারে এখন নতুন চমক, MG Windsor Pro-এর দাম কমে হয়েছে আরও সাশ্রয়ী। এই গাড়িটি এতটাই জনপ্রিয় যে লঞ্চের ২৪ ঘণ্টার মধ্যেই ৮,০০০ বুকিং হয়ে গেছে। নতুন এক্সক্লুসিভ প্রো ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ১৭.২৫ লক্ষ টাকা থেকে। তবে ব্যাটারি অ্যাজ আ সার্ভিস (BaaS) অপশন বেছে নিলে দাম নেমে আসবে ১২.২৪ লক্ষ টাকায়। যেখানে প্রতি কিলোমিটারে ব্যাটারির জন্য ৪.৫ টাকার চার্জ দিতে হবে।

Advertisment

MG Windsor Pro

নতুন MG Windsor Pro ভ্যারিয়েন্টে রয়েছে ৫২.৯ kWh ব্যাটারি প্যাক, যা একবার চার্জে ৪৪৯ কিমি রেঞ্জ প্রদান করে। দ্রুত চার্জিং প্রযুক্তির মাধ্যমে এই গাড়ি ৪৫kW থেকে ৬০kW পর্যন্ত সাপোর্ট করে। এতে রয়েছে ১৫.৬-ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, নয়টি স্পিকার সহ প্রিমিয়াম অডিও সিস্টেম, রিক্লাইনিং রিয়ার সিট, এবং সংযুক্ত গাড়ি প্রযুক্তির ৮০টিরও বেশি ফিচার

আরও পড়ুন- এটিএম ব্যবহারের সময় এই ভুল করছেন না তো? মুহূর্তে টাকা গায়েব হবে!

Advertisment

যদিও নতুন এক্সক্লুসিভ প্রো ভ্যারিয়েন্টে লেভেল ২ ADAS বা বৈদ্যুতিক টেলগেট নেই, তবে এতে রয়েছে ডুয়াল টোন ইন্টিরিয়র, হীরা-কাট অ্যালয় হুইল এবং শক্তিশালী ব্যাটারি। এই মডেলটি তাদের জন্য উপযুক্ত যারা নিরাপত্তা ও স্মার্ট প্রযুক্তির সঙ্গে রেঞ্জ এবং পারফরম্যান্সও চান।

আরও পড়ুন- ১.৫ টন এসি সোলার সিস্টেম চালাতে খরচ কত? পুরো বাড়ির বিদ্যুৎ বিলে বিরাট সাশ্রয়!

MG Motor India-এর বিক্রয় প্রধান রাকেশ সেন বলেন, 'MG Windsor Pro-এর প্রতি ক্রেতাদের এমন সাড়া পাব, সেটা আমরা কল্পনাও করিনি। এক্সক্লুসিভ প্রো ভ্যারিয়েন্টের মাধ্যমে আমরা এই গাড়িকে আরও বেশিসংখ্যক মানুষের নাগালে আনতে চাইছি।'

আরও পড়ুন- ডিজাইন থেকে মাইলেজ, ফিচার থেকে পারফরম্যান্স কোন ৫ ই স্কুটার ভারতে দাপট দেখাচ্ছে?

এই গাড়ির ডেলিভারি শুরু হবে জুনের প্রথম সপ্তাহ থেকে। ফলে, গ্রীষ্মে যাত্রা হবে আরও স্মুথ, আরামদায়ক এবং বাজেট-ফ্রেন্ডলি।

Electric Car India