Atm-pin-security: এটিএম ব্যবহারের সময় এই ভুল করছেন না তো? মুহূর্তে টাকা গায়েব হবে!

Atm-pin-security: ডিজিটাল দুনিয়ায় পা রাখার আগের পদক্ষেপ হিসেবে ভারত এটিএমের মাধ্যমে আর্থিক লেনদেনে হাত পাকিয়েছে। কিন্তু, এই এটিএম ব্যবহারও দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই সুরক্ষিত নয়।

Atm-pin-security: ডিজিটাল দুনিয়ায় পা রাখার আগের পদক্ষেপ হিসেবে ভারত এটিএমের মাধ্যমে আর্থিক লেনদেনে হাত পাকিয়েছে। কিন্তু, এই এটিএম ব্যবহারও দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই সুরক্ষিত নয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bank ATM: ব্যাংকের এটিএম।

Bank ATM: ব্যাংকের এটিএম। (প্রতীকী ছবি)

Atm-pin-security: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ভাইরাল হচ্ছে।  যেখানে বলা হচ্ছে— এটিএম থেকে টাকা তোলার পর ক্যান্সেল বোতাম দুবার টিপলে এটিএম পিন নিরাপদ থাকে। অনেকেই এই ভিডিও দেখে সেই কাজ করতেও শুরু করে দিয়েছেন।  কিন্তু আদৌ কি এই পদ্ধতিতে আপনার ATM PIN সুরক্ষিত থাকে? জানুন আসল সত্যিটা।

Advertisment

পিআইবি (PIB) ফ্যাক্ট চেক জানিয়েছে, এই দাবি পুরোপুরি মিথ্যা। বাস্তবে, এটিএম লেনদেন শেষ হওয়ার পর ক্যানসেল বোতাম প্রেসের সঙ্গে পিনের সিকিউরিটির কোনও সম্পর্ক নেই। ক্যানসেল বোতাম সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন আপনি পিন ভুল দেন, লেনদেন বাতিল করতে চান বা নগদের পরিমাণ বদল করতে চান।

আরও পড়ুন- এয়ার কুলারের সব থেকে বড় সেল! জলের দামে এবার পান দুর্দান্ত কুলিং, এসি কিনে পয়সা নষ্ট কেন?

পিন হাতিয়ে নেওয়ার আসল পদ্ধতি- 

Advertisment

১. স্কিমিং ডিভাইস: এটিএম কার্ড স্লটে প্রতারকরা বিশেষ ডিভাইস বসিয়ে দেয়, যা কার্ড সোয়াইপ করার সময় তথ্য সংগ্রহ করে।
২. গোপন ক্যামেরা: অনেক এটিএমে কীপ্যাডের পাশে মাইক্রো ক্যামেরা বসানো থাকে, যা পিন রেকর্ড করে।
৩. ব্যক্তিগত গুপ্তচরবৃত্তি: অনেক সময় আপনার পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আপনার পিন দেখে ফেলতে পারে। যার ফলেও আপনার সঙ্গে ঘটে যেতে পারে বিরাট প্রতারণা। 

আরও পড়ুন- হুড়মুড়িয়ে বিক্রি! ৪০০ টাকাতেই গরম থেকে বিরাট স্বস্তি, মিনি কুলারে বড় ম্যাজিক

পিন নিরাপদ রাখার সঠিক উপায়

পিন গোপনে দিন: ATM-এ পিন প্রবেশের সময় কীপ্যাড ঢেকে রাখুন।

একাই এটিএম ব্যবহার করুন: চেষ্টা করুন এটিএম কেবিনে একা থাকতে। কেউ ঢুকলে বাইরে যেতে বলুন।

কার্ড স্লট ও কীপ্যাড পরীক্ষা করুন: স্লটটি যদি ঢিলা, অস্বাভাবিক বা অতিরিক্ত চাপা লাগে, তাহলে লেনদেন থেকে বিরত থাকুন।

বিশ্বাসযোগ্য এটিএম ব্যবহার করুন: সর্বদা ব্যাংকের নিজস্ব এটিএম বা সিসিটিভি ক্যামেরাযুক্ত এটিএম ব্যবহার করুন।

আরও পড়ুন- বিল যেমন হুহু করে বাড়বে, তেমন ঠান্ডাও কমবে! ৯০% মানুষ এসি ইস্টলেশনের সময় এই ছোট্ট ভুল'টিই করেন

ATM কার্ড ক্লোনিং প্রতিরোধ করুন এইভাবে

মোবাইলে SMS অ্যালার্ট চালু রাখুন।

হঠাৎ করে টাকা কেটে গেলে সঙ্গে সঙ্গে ব্যাংকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

আপনার কার্ড হারিয়ে গেলে দ্রুত ব্লক করে ফেলুন।

 

ATM PIN Security