Electric-car: বান্ধবীকে নিয়ে এক চার্জেই কলকাতা to দার্জিলিং! নজর কাড়ল সস্তার এই টু সিটার ইভি

Electric-car: Microlino ইলেকট্রিক কার ফের আলোচনায়। মাত্র দু'জনের বসার ক্ষমতা আর ইউনিক ডিজাইনে এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ছোট ইভি গাড়ি। জেনে নিন দাম, রেঞ্জ ও ফিচার্স।

Electric-car: Microlino ইলেকট্রিক কার ফের আলোচনায়। মাত্র দু'জনের বসার ক্ষমতা আর ইউনিক ডিজাইনে এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ছোট ইভি গাড়ি। জেনে নিন দাম, রেঞ্জ ও ফিচার্স।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric-car: ইউরোপের রাস্তায় এই গাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করছে।

Electric-car: ইউরোপের রাস্তায় এই গাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করছে। (প্রতীকী ছবি)

Electric Car Europe: ইউরোপের রাস্তায় একটিই গাড়ি সবার দৃষ্টি কাড়ছে, তার নাম Microlino। দেখতে অনেকটা ১৯৫০-এর দশকের আইকনিক বেবি কারের মতো, কিন্তু এটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং আধুনিক প্রযুক্তির নিদর্শন। মাত্র ২ জন বসতে পারেন এই গাড়িতে, আর সেটাই এর অন্যতম আকর্ষণ।

Microlino-এর নতুন স্পিয়াগিনা ভার্সন – রেট্রো ও আধুনিকের মিশেল

Advertisment

২০১৬ সালে প্রথমবার প্রদর্শিত হওয়া এই গাড়িটি নতুন রূপে আবার এসেছে। নতুন স্পিয়াগিনা (Spiaggina) ভার্সনে রয়েছে ওপেন-টপ ডিজাইন, পাশের জানালা ও পিছনের গ্লাস বাদ দেওয়া হয়েছে যাতে স্নিগ্ধ বাতাসের অনুভূতি পাওয়া যায়। চাইলে ফেব্রিক ক্যানোপিও লাগানো যায়। 

কাঠামো এবং ডিজাইন

Microlino-এর নির্মাণ এমনভাবে করা হয়েছে যাতে এটি বিমানের ককপিটের মতো অনুভূতি দেয়। এটি একটি L7e ক্যাটাগরির কোয়াড্রিসাইকেল, যার মানে হল- এটি নিয়মিত গাড়ির চেয়ে কিছুটা কম রোড রেগুলেশনের আওতায় পড়ে। তবে নিরাপত্তায় কোনও আপস করা হয়নি– সম্পূর্ণ অটোমোটিভ চেসিস ব্যবহার করা হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- পশ্চিমবঙ্গের ৫টি জনপ্রিয় চা ও তাদের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা, কোনটি আপনি প্রতিদিন খান?

স্পেসিফিকেশন ও পারফরম্যান্স:

  • মোটর: ১২.৫ কিলোওয়াট বৈদ্যুতিন মোটর

  • সর্বোচ্চ গতি: ৯০ কিমি/ঘণ্টা

  • ব্যাটারি: ১০.৫ কিলোওয়াট আওয়ার

  • রেঞ্জ: সর্বোচ্চ ১৭৭ কিমি (একবার ফুল চার্জে)

  • চার্জিং টাইম: সাধারণ চার্জারে ৪ ঘণ্টা, ফাস্ট চার্জারে ২ ঘণ্টা

আরও পড়ুন- ভয়ঙ্কর হারে বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা, কীভাবে মিলবে মুক্তি ? জানেন না ৯০% মানুষই!

চার্জিং

এই গাড়ি ঘরের সাধারণ ২.২ কিলোওয়াট চার্জারে সহজেই চার্জ দেওয়া যায়। শহরের জীবনে যারা দৈনিক কম দূরত্বে যাতায়াত করেন, তাদের জন্য এটি একেবারে আদর্শ। 

আরও পড়ুন- সবচেয়ে সস্তার এসি! টাটা আপনাকে দিচ্ছে ২৫ হাজারের বেশি ছাড়ে লেকটাউনে লাদাখের শীতলতা

দাম ও স্টাইল ফ্যাক্টর

Microlino-এর দাম ইউরোপে শুরু হচ্ছে ১৭ হাজার ইউরো থেকে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৫.৭ লক্ষ টাকা। সুইস ডিজাইনে তৈরি এই গাড়িটি শুধুমাত্র পরিবেশ-বান্ধব নয়, বরং একটি স্টাইল স্টেটমেন্টও বটে। ইনস্টাগ্রামে এই গাড়ির রিল ও ভিডিও ক্রমেই ভাইরাল হচ্ছে। 

আরও পড়ুন- আর গরম সহ্য নয়! মুদ্রাস্ফীতির মধ্যেও লয়েড এসির দাম কমেছে হুহু করে, এখন ৫২ ডিগ্রি সেলসিয়াসেও পান সিমলার শীতলতা

কারা ব্যবহারের উপযুক্ত?

যারা একা বা একজন সঙ্গীকে নিয়ে শহরে চলাফেরা করেন, পার্কিংয়ে সমস্যা হয়, বা নতুন ধরনের কোনও গাড়ি চালাতে চান –  তাঁদের জন্য Microlino আদর্শ গাড়ি। পরিবেশের ওপর এর কুপ্রভাব কম পড়বে, বিদ্যুৎ খরচ কম হবে এবং নজরকাড়া ডিজাইন– সব কিছু মিলে এই গাড়িকে অনন্য করে তুলেছে। 

Europe Car Electric