Cheapest Mobile Phone April 2025: চমকে দেবে ফিচার্স, পাবেন তাক লাগানো ফটোগ্রাফি, ৭ হাজারের চার স্মার্টফোন সুনামি তুলল

Mobile Phone Under 7000: বাজেট-ফ্রেন্ডলি স্মার্ট ফোনের সন্ধান করছেন? মাত্র সাত হাজার টাকাতেই পেয়ে যান দুর্দান্ত পারফরম্যান্সের চোখ ধাঁধানো বেশ কয়েকটি ফোন।

Mobile Phone Under 7000: বাজেট-ফ্রেন্ডলি স্মার্ট ফোনের সন্ধান করছেন? মাত্র সাত হাজার টাকাতেই পেয়ে যান দুর্দান্ত পারফরম্যান্সের চোখ ধাঁধানো বেশ কয়েকটি ফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
mobile phone under 7000

চমকে দেবে ফিচার্স, পাবেন তাক লাগানো ফটোগ্রাফি, ৭ হাজারের চার স্মার্টফোন সুনামি তুলল Photograph: (ফাইল চিত্র)

Mobile Phone Under 7000: বাজেট-ফ্রেন্ডলি স্মার্ট ফোনের সন্ধান করছেন? মাত্র সাত হাজার টাকাতেই পেয়ে যান দুর্দান্ত পারফরম্যান্সের চোখ ধাঁধানো বেশ কয়েকটি ফোন।  

Advertisment

আজকাল প্রায় অধিকাংশ মানুষই দুটি ফোন ব্যবহার করেন। একটি দামি আর একটি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। আজকের এই প্রতিবেদনে জেনে নিন সেরা বাজেট ফ্রেন্ডলি সেরা ৪ স্মার্ট ফোনের তালিকা। যেগুলি আপনি পেয়ে যাবেন সাত হাজার টাকারও কম দামে ।

Redmi A3X

Redmi A3X ফোনটিতে রয়েছে ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে। এই রেডমি মোবাইলে ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার্স। ফোনটিতে আপনি পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। Flipkart-এ আপনি মাত্র ৬,১৯৯ টাকাতেই পেয়ে যান এই Xiaomi স্মার্টফোন।  

Advertisment

Motorola e13

Motorola e13 মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। মোবাইল ফোনটির ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। এই স্মার্টফোনটি Unisoc T606 প্রসেসর দিয়ে সজ্জিত। এই ফোনে আপনি একটি 13 MP রিয়ার ক্যামেরা এবং একটি 5 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে । Motorola e13 এর দাম ৬,৯৯৯ টাকা।

Samsung Galaxy F05

Samsung Galaxy F05 -এ আপনি পেয়ে যান ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।  ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনের স্ক্রিন ৬.৭৪ ইঞ্চি। এই মোবাইলটিতে ৫০ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ৮ এমপি রিয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে চার বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। Flipkart-এ এই Samsung ফোনের দাম ৬,৪৯৯ টাকা।

POCO C61

POCO C61-এ রয়েছে 6.71 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার্স। এই স্মার্টফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই মোবাইলটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে - কালো, সাদা এবং সবুজ। Amazon-এ POCO C61 এর দাম ৫,৭৯৯ টাকা।

জলের দরে কিনুন সাধের iPhone, পয়লা বৈশাখের আগে অফারের বন্যা একাধিক মডেলে

budget-smartphones best camera smartphone