Monsoon AC Maintenance Tips: এসির কোন মোডে হুড়মুড়িয়ে কমবে বিদ্যুৎ বিল? অবিশ্বাস্য সাশ্রয়ে ভ্যাপসা গরম থেকে মুহূর্তে রেহাই

Monsoon AC Maintenance Tips: আজকের এই প্রতিবেদনে জেনে নিন বর্ষায় কোন মোডে এসি চালালে মিলবে দারুণ স্বস্তি, পাশাপাশি হুহু করে কমবে বিদ্যুৎ বিল।

Monsoon AC Maintenance Tips: আজকের এই প্রতিবেদনে জেনে নিন বর্ষায় কোন মোডে এসি চালালে মিলবে দারুণ স্বস্তি, পাশাপাশি হুহু করে কমবে বিদ্যুৎ বিল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air conditioner new

এসির বিশেষ এই মোডে অবিশ্বাস্য ভাবে কমবে বিদ্যুৎ বিল, ৯৫% মানুষই কেনার এই বিষয়ে জানেন না

Monsoon AC Maintenance Tips:বর্ষা এলেই বৃষ্টির সঙ্গে স্যাঁতসেঁতে আবহাওয়া ও আর্দ্রতার উৎপাত। বাইরে যেমন ভিজে যাওয়ার ভয়, তেমনই ঘরের ভেতরেও বাতাসে জমে থাকা আর্দ্রতা নাভিশ্বাস তোলে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে এসি চালানো ছাড়া উপায় থাকে না। কিন্তু এই সময়ে  সঠিক মোডে এসি না চালালে ফল হতে পারে উল্টো—ঘরে ঠান্ডা কম হবে আর বিদ্যুৎ বিল বেড়ে যাবে হু-হু করে। তবে তার জন্য  চিন্তার কিছু নেই। আজকের এই প্রতিবেদনে জেনে নিন বর্ষায় কোন মোডে এসি চালালে মিলবে দারুণ স্বস্তি, পাশাপাশি হুহু করে কমবে বিদ্যুৎ বিল। অনেকেই হয়তো জানেন না এসির একটি বিশেষ মোড রয়েছে, যেটি বর্ষাকালের আর্দ্রতা কমিয়ে ঠান্ডা বাড়ায় এবং বিদ্যুৎ খরচও বাঁচায়।

বর্ষায় কোন এসি মোড সবচেয়ে কার্যকর?

Advertisment

ড্রাই মোড (Dry Mode) হচ্ছে বর্ষার শ্রেষ্ঠ এসি মোড। এই মোডে এসির কাজ মূলত ঘরের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেওয়া। আর্দ্রতা কমলে স্বাভাবিকভাবেই ঘরে ঠান্ডা অনুভূত হয় এবং ঘামও কমে।

ড্রাই মোডে এসির কম্প্রেসার অন্য মোডের তুলনায় কম সময় চলে। এর ফলে কম বিদ্যুৎ খরচ হয়। সেইসঙ্গে এয়ার সুইং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যার ফলে ঘরে ঠান্ডা বাতাস ঘরে সমভাবে ছড়িয়ে পড়ে।

কীভাবে ড্রাই মোডে বিদ্যুৎ বিল কমে?

Advertisment

ড্রাই মোডে এসির উপর চাপ অনেক কম থাকে। কারণ, এই মোডে কম্প্রেসার নিরবচ্ছিন্নভাবে না চলায় বিদ্যুৎ খরচ হয় তুলনামূলকভাবে কম। এছাড়াও, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখলে বিদ্যুৎ খরচ আরও কমে। খুব কম তাপমাত্রায় চালালে এসির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কাও থাকে।

আরও যেসব মোড সাহায্য করতে পারে

ইকোনমি মোড বা এনার্জি সেভার মোড ব্যবহার করলে এসি প্রয়োজন মতো কম্প্রেসার চালু ও বন্ধ করে, ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় হয় না।

এসি পরিষ্কার রাখা জরুরি

শুধু মোডই নয়, এসি পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসির ফিল্টার যদি ময়লা জমে থাকে, তবে এসি ঠিকমতো ঠান্ডা করবে না, বিদ্যুৎ বেশি খরচ হবে এবং অ্যালার্জির ঝুঁকিও বাড়বে। তাই প্রতি ৭–১৫ দিনে একবার ফিল্টার পরিষ্কার করা উচিত। প্রতি মাসে একবার সার্ভিসিং করালে এসি আরও ভালো কাজ করবে।

air condition machine maintenance air conditioner machine Air Conditioner