AC Risks In Monsoon: বর্ষায় এসি ব্যবহারে ‘ভয়ঙ্কর এই ৫ বিপদ’, জানুন সুরক্ষিত থাকার দুর্দান্ত টিপস

AC Risks In Monsoon: বর্ষা মৌসুমে এসিতে আর্দ্রতা ও ভোল্টেজ ওঠানামায় বিপদের চারাও, স্ক্রিনে এঁটেপড়া ফিল্টারে ছত্রাক থেকে শর্ট সার্কিট–এসব থেকে রক্ষা পেতে ৫টি সহজ টিপস।

AC Risks In Monsoon: বর্ষা মৌসুমে এসিতে আর্দ্রতা ও ভোল্টেজ ওঠানামায় বিপদের চারাও, স্ক্রিনে এঁটেপড়া ফিল্টারে ছত্রাক থেকে শর্ট সার্কিট–এসব থেকে রক্ষা পেতে ৫টি সহজ টিপস।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
AC,air conditioner,AC maintenance tips,monsoon air conditioner care,AC problems during rainy season,AC maintenance tips for rainy season"

বর্ষার এসি মেশিনেই ওঁত পেতে 'ভয়ঙ্কর বিপদ', আজই সতর্ক না হলেই বিরাট দুর্ভোগ

5 Hidden AC Risks In Monsoon: গ্রীষ্মের তুলনায় বর্ষাকালে এসি সামান্য কম ব্যবহার হলেও এর যত্ন নেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এই সময় বাইরের পরিবেশে আর্দ্রতা এবং বিদ্যুৎ বিভ্রাট বেশি ঘটে থাকে—যা এসির সার্কিটের ওপর খারাপ প্রভাব ফেলে। আসুন জেনে নিই সেই ৫টি বড় ভুল যা বর্ষাকালে আপনার এসিকে বিপদে ফেলতে পারে। 

Advertisment

ওয়াশিং মেশিনে 'কেজি' বলতে কী বোঝায়? সঠিক মডেল বেছে নেওয়ার আগে কোন কোন বিষয়ে নজর দেবেন?

রাজ্যে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। সকাল থেকেই মেঘল আকাশ, হালকা বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে আবহাওয়া। অনেকেই ভাবেন, বৃষ্টির সময় তো আবহাওয়া তূলনামূলক ঠান্ডা থাকে, তাহলে এসির আর দরকার কী? কিন্তু বাস্তব হল, এই সময় ঘরে জমে থাকা আর্দ্রতা দূর করতে এসি চালানো হয়। আর ঠিক এই সময়েই যদি আপনি কিছু সাবধানতা না মানেন, তবে আপনার ঘরের এসি থেকে যে কোন সময় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তা থেকে আগুনও ধরে যেতে পারে। 

Advertisment

বিরাট চমক ভিভো-র!ফোল্ডেবেল ফ্ল্যাগশিপ সেগমেন্টে ঝড় তুলে Samsung-কে টেক্কা Vivo X Fold 5-এর

বর্ষার আর্দ্র পরিবেশে এসি ব্যবহার করা খুব কমন হলেও নিজের অজান্তেই ঘটতে পারে বড়সড় বিপত্তি। বিদ্যুৎ অপচয় থেকে শুরু করে স্বাস্থ্যহানির আশঙ্কা—এই প্রতিবেদনে জেনে নিন কী কী সাবধানতা অবলম্বন করা জরুরি।

অতিরিক্ত আর্দ্রতা এসির ওপর বাড়ায় চাপ

গরমকালে এসি তাপমাত্রা কমাতে কাজ করে, কিন্তু বর্ষাকালে মূল সমস্যা হল বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। সাধারণ "Cool Mode" যথেষ্ট নয়।

সমাধান: "Dry Mode"-এ চালান, এতে কম শক্তি খরচ হয় এবং ঘরের আর্দ্রতা হ্রাস পায়।

এসির ভিতরে ছত্রাক জন্মানোর ঝুঁকি

আর্দ্রতার কারণে এসির ফিল্টারে জমে থাকতে পারে ছত্রাক (Mould) যা সর্দি, কাশি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে।

 সমাধান: প্রতি ১৫ দিনে একবার ফিল্টার পরিষ্কার করুন।

 ভোল্টেজ ওঠানামা এসি নষ্ট করতে পারে

বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামা খুব সাধারণ। এটি এসির কম্প্রেসার নষ্ট করে দিতে পারে।

সমাধান: একটি ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন।

বাইরের ইউনিটে জমা জল পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে

Split AC-র বাইরের অংশে বৃষ্টির জল বা নোংরা জল জমে গিয়ে মেশিনের ক্ষতি করতে পারে।

সমাধান: ইউনিটটি ছাউনির নিচে রাখুন এবং ভারী বৃষ্টির পরে একবার বাইরের ইউনিটটি ভালো করে দেখুন, জল জমে থাকলে অবিলম্বে তা পরিষ্কার করুন।

অতিরিক্ত ঠান্ডা শরীরের ক্ষতি করতে পারে

বর্ষায় আবহাওয়া ঠান্ডা এবং স্যাঁতসেঁতে হয়। তখন ১৮°C  তাপমাত্রায় এসি চালানো শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে।

সমাধান: ২৪-২৬°C তাপমাত্রায় এসি চালান এবং সঙ্গে একটি ফ্যান ব্যবহার করুন।

বৃষ্টির জলে outdoor unit ডুবে থাকা

আপনার এসির বাইরের ইউনিট যদি ছাদে বা বারান্দায় রাখা থাকে, তাহলে খুব সাবধানে দেখুন সেখানে জল জমে আছে কি না। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্য এই ইউনিট প্রায়ই জলে ডুবে যায়। এতে তারগুলো ভিজে যায়, শর্ট সার্কিট হতে পারে এবং সেখান থেকে আগুন ধরতে পারে।

সমাধান 
Outdoor unit-এর নীচে proper water drainage ব্যবস্থা রাখুন। প্রয়োজনে ছাউনি দিন।

বর্ষাকালে সঠিকভাবে এসি ব্যবহারে বিদ্যুৎ বাঁচবে, যন্ত্র দীর্ঘস্থায়ী হবে এবং আপনি থাকবেন আরও স্বাস্থ্যকর। এই কয়েকটি ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ নিন, এবং উপভোগ করুন সুরক্ষিত আরামদায়ক ঠান্ডা।

মহাকাশের বুক চিড়ে উড়বে জাতীয় পতাকা, উচ্ছ্বাস, গর্বে ভাসছে ১৪০ কোটি ভারতীয়

Air Conditioner air conditioner machine এয়ার কন্ডিশানার বর্ষায় এসি