/indian-express-bangla/media/media_files/2025/06/23/youtube-shorts-ai-video-tool-2025-06-23-13-51-38.jpg)
প্রযুক্তির জগতে বিপ্লব আনতে চলেছে ইউটিউব, লাগবে না কোন ক্যামেরা, তৈরি হবে ভিডিও!
Google AI video generator: ইউটিউব ভিডিও তৈরিতে নয়া মোড়! লাগবে না কোন ক্যামেরা। ইউটিউব শর্টসে আসছে Google's Veo 3 প্রযুক্তি।
ভিডিওর জগতে বড় বিপ্লব আনতে চলেছে ইউটিউব। এবার ক্যামেরা, ভিডিও, এডিটিং নয় — কেবলমাত্র কিছু টেক্সট দিলেই মনপসন্দ শর্টস ভিডিও বানিয়ে দেবে AI! Google-এর অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি Veo 3-কে ইউটিউব শর্টস প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
Airtel-Vi-এর তুমুল টানাপোড়েন! Jio-এর প্ল্যান আলোড়ন ফেলেছে, পাচ্ছেন 'এতকিছু' সুবিধা
Veo 3 কী?
Veo 3 হল গুগলের নতুন AI ভিডিও মডেল। যেটি কেবল একটি টেক্সট প্রম্পট বা মুখের কথা থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারে। যেমন ধরুন, আপনি লিখলেন "একটি শিশু কাগজের বিমানের সঙ্গে খেলছে, ব্যাকগ্রাউন্ডে আনন্দের মিউজিক", Veo 3 ঠিক এই দৃশ্যটাই ভিডিওতে রূপান্তর করবে — কোনও ক্যামেরা, লোকেশন বা এডিটিংয়ের প্রয়োজন নেই। কান লায়ন্স ফেস্টিভ্যালে ইউটিউবের CEO নীল মোহন জানিয়েছেন, খুব শীঘ্রই ইউটিউব Shorts-এ আসতে চলেছে এই বড় AI আপডেট। বর্তমানে ইউটিউব শর্টস প্রতি দিন ২০০ বিলিয়ন বার দেখা হয়। Veo 3-এর সাহায্যে এই সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে।
পাসওয়ার্ড কীভাবে ফাঁস হয়? ৯০% মানুষ অজান্তেই এই ভুলটাই করেন, মুহূর্তেই জালিয়াতির শিকার হন
বিপদে পড়তে পারেন কনটেন্ট ক্রিয়েটররা
এই নতুন এআই প্রযুক্তি যেমন সুবিধাজনক, তেমনই ছোট শহরের কনটেন্ট ক্রিয়েটরদের রাতের ঘুম কেড়েছে এই এআই মডেল। যারা ইতিমধ্যে নিজেদের অভিনয় ও দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা যদি AI-নির্ভর কনটেন্টের সঙ্গে প্রতিযোগিতা করতে না পারেন, তাহলে তাঁদের আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের ২৫% কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র Shorts থেকে রোজগার করেন। AI-generated ভিডিও সহজলভ্য ও কম খরচে তৈরি হওয়ায় প্ল্যাটফর্মে এই ধরণের ভিডিও-র আধিপত্য বাড়তে পারে — আর সেখানেই প্রশ্ন উঠছে: মানবিক সৃজনশীলতার জায়গা কি কমে আসছে?