Inverter Battery: কয়েক ঘণ্টায় বাড়তে পারে ইনভার্টার ব্যাটারির আয়ু, মানুন এই ৫ টিপস

Inverter Battery: ইনভার্টার ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রুখতে এই ৫টি সহজ টিপস মেনে চলুন। সঠিক রক্ষণাবেক্ষণ ব্যাটারির আয়ু কয়েক বছর বাড়িয়ে দিতে পারে।

Inverter Battery: ইনভার্টার ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রুখতে এই ৫টি সহজ টিপস মেনে চলুন। সঠিক রক্ষণাবেক্ষণ ব্যাটারির আয়ু কয়েক বছর বাড়িয়ে দিতে পারে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Types of inverter: ইনভার্টারের প্রকারভেদ।

Types of inverter: ইনভার্টার নানারকম হয়। (প্রতীকী ছবি)

Inverter Battery Life Tips: ইনভার্টার ব্যাটারি আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে অনেকেই অভিযোগ করেছেন— ইনভার্টার মাত্র কয়েক ঘণ্টা চলেই বন্ধ হয়ে যায়। ব্যাটারি যেন চার্জই ধরে রাখতে পারে না। অথচ কিছু সাধারণ রক্ষণাবেক্ষণ ও সচেতনতা ইনভার্টার ব্যাটারির আয়ু কয়েক বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

Advertisment

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজ ৫ টিপস মেনে আপনি আপনার ইনভার্টারের ব্যাটারির আয়ু বাড়াতে পারেন।

আরও পড়ুন- তাৎক্ষণিক উজ্জ্বলতা, মুখের লোম দূর করতে ব্যবহার করুন কফি ফেসপ্যাক

Advertisment

১. সঠিক ব্যাটারি নির্বাচন করুন

প্রথমেই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারির ধরন। সাধারণত ইনভার্টারে জলীয় (lead acid) অথবা টিউবুলার ব্যাটারি ব্যবহৃত হয়।

  • টিউবুলার ব্যাটারি সাধারণত বেশি স্থায়িত্বশীল, দীর্ঘ ব্যাকআপ দেয়

  • বাজেট এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত

  • নামী ব্র্যান্ড থেকে ব্যাটারি কেনা ভালো

আরও পড়ুন- পুশআপ করেন? জানেন, বয়স-লিঙ্গ অনুযায়ী কতগুলো করতে পারেন আপনি?

২. ব্যাটারিকে ঠান্ডা ও শুকনো স্থানে রাখা উচিত

উচ্চ তাপমাত্রা ব্যাটারির পারফরম্যান্স কমিয়ে দেয়।

  • ব্যাটারি যেন সরাসরি সূর্যের আলো বা তাপের সংস্পর্শে না থাকে

  • বাতাস চলাচল হয় এমন ঠান্ডা ও শুকনো জায়গা ব্যাটারি রাখার জন্য বেছে নিন

  • ব্যাটারি রাখার জন্য গ্যারেজ, বারান্দা, রান্নাঘর বা হিটার সংলগ্ন জায়গা এড়িয়ে চলুন

আরও পড়ুন- সতর্ক হোন গর্ভবতীরা, এই ৩ বিষয় প্রসূতিদের জন্য বিপজ্জনক!

৩. অতিরিক্ত চার্জ বা ডিসচার্জ এড়িয়ে চলুন

অনেক সময় অতিরিক্ত চার্জ অথবা একেবারে ডিসচার্জ হয়ে যাওয়া, কমিয়ে দেয় ব্যাটারির আয়ু।

  • বেশিরভাগ আধুনিক ইনভার্টারে অটোমেটিক চার্জ কন্ট্রোল সিস্টেম থাকে

  • বারবার লোড দেওয়ার আগে ব্যাটারির চার্জ লেভেল খেয়াল করুন

  • ডিসচার্জ অবস্থায় ইনভার্টার চালিয়ে যাওয়া থেকে বিরত থাকুন

আরও পড়ুন- ভারতীয় দম্পতিদের ৪ জনের ১ জন স্থূলকায়, আইসিএমআর-এর গবেষণায় চাঞ্চল্য

৪. নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন

বিশেষ করে জলীয় ব্যাটারি হলে প্রতি ২-৩ মাস পরপর কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:

  • জলের লেভেল ঠিক আছে কি না, তা পরীক্ষা করুন

  • শুধু ডিস্টিল্ড ওয়াটার ব্যবহার করুন

  • ব্যাটারির টার্মিনালে ধুলা, মরচে থাকলে তা পরিষ্কার করুন

  • ব্যাটারির সংযোগ আলগা হয়ে গেলে বা ক্ষয়ে গেলে, সেটা মেরামত করুন

৫. ব্যাটারি পুরনো হলে প্রতিস্থাপন করুন

প্রতিটি ব্যাটারিরই একটি নির্দিষ্ট আয়ু থাকে।

  • সাধারণত ইনভার্টার ব্যাটারি ৪-৫ বছর পর্যন্ত কার্যকর থাকে

  • ৪ বছরের বেশি হলে ব্যাকআপ কমে যেতে পারে

  • ব্যাকআপ হঠাৎ অর্ধেক বা তারও কম হলে তা বদলানো উচিত

অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • লোড ম্যানেজমেন্ট করুন: একইসঙ্গে ফ্যান, টিভি, চার্জার চালাবেন না

  • ইনভার্টার অপ্রয়োজনে বন্ধ রাখুন: বিশেষ করে রাতে যখন বিদ্যুৎ চলে না, তখন ইনভার্টার বন্ধ করে দিন

  • সৌর প্যানেল ইনস্টল করুন: এটি ব্যাটারির ওপর চাপ কমায়, চার্জ ধরে রাখতে সহায়তা করে

ইনভার্টার ব্যাটারিকে যত্ন না করলে তা দ্রুতই অকেজো হয়ে পড়তে পারে। অথচ একটু সচেতন হলেই আপনি ব্যাটারির আয়ু কয়েক বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। উপরের টিপসগুলো নিয়মিত মেনে চললে ইনভার্টারের পারফরম্যান্স ভালো থাকবে এবং হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলেও ভালো সাপোর্ট পাবেন।

life tips inverter Battery