Advertisment

Motorola Edge 50 NEO: মন মাতানো ডিজাইনের সঙ্গে নজরকাড়া ফিচার্স! Motorola Edge 50 Neo-তে রয়েছে চমকের ছড়াছড়ি

Motorola Edge 50 Neo Launched: স্মার্টফোন নির্মাতা মটোরোলা আজ ভারতে তাদের বহু প্রতীক্ষিত স্মার্টফোন Motorola Edge 50 Neo 5G লঞ্চ করেছে। 8 জিবি র‍্যামের পাশাপাশি এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Motorola Edge 50 Neo

লঞ্চ হল Motorola Edge 50 Neo

Motorola Edge 50 NEO Price and Specifications: স্মার্টফোন নির্মাতা মটোরোলা আজ ভারতে তাদের বহু প্রতীক্ষিত স্মার্টফোন Motorola Edge 50 Neo 5G লঞ্চ করেছে। 8 জিবি র‍্যামের পাশাপাশি এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি Pantone কালারে লঞ্চ করা হয়েছে। Motorola Edge 50 Neo এর ডিজাইনটিও বেশ স্টাইলিশ। আপনি এই ফোনটি Flipkart থেকেও কিনতে পারেন।

Advertisment

বছরের সেরা দুই ই-স্কুটার, মাইলেজ থেকে দাম-ফিচার্স কোনটি বেস্ট?

মটোরোলার এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি সুপার HD AMOLED ডিসপ্লে । এই ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়াও, এতে 2800 nits এর পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে রয়েছে IP68 রেটিং। 8 জিবি র‍্যামের সাথে এই ফোনে 256 জিবি স্টোরেজও দেওয়া হয়েছে। Motorola Edge 50 Neo-এ Android 14 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর দিয়ে সজ্জিত।

বিদায় নিয়েছে গরম, এসি প্যাক করার আগে 'আসল কাজ' করতে ভুলবেন না!

Motorola Edge 50 Neo: ক্যামেরা
এই ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি এটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেই সঙ্গে রয়েছে 10 ​​মেগাপিক্সেল টেলিফটো লেন্সও। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে অনেক ক্যামেরা মোডও দেওয়া হয়েছে।

Motorola Edge 50 Neo: ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য, কোম্পানি Motorola Edge 50 Neo-তে রয়েছে একটি 4310 mAh এর শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারি 68 ওয়াট টার্বো চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকারও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.0, WiFi 6E এর মতো অনেক সুবিধা দেওয়া হয়েছে।

মহাকাশেও সঙ্গীতের স্বাদ! পিয়ানোর সুরে ইতিহাস গড়লেন মহাকাশচারী

Motorola Edge 50 Neo:দাম
দামের কথা বলতে গেলে, Motorola এই ফোনের 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা । কোম্পানি এটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটি Poinciana, Latte, Grisaille এবং Nautical Blue এর মতো চারটি প্যান্টোন রঙে পাওয়া যাচ্ছে। 24 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিক্রি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, আপনি ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকেও কিনতে পারবেন। 

Motorola 5G smartPhone
Advertisment