অত্যাধুনিক ফিচার সহ মিলবে আইফোন টেনের লুক
এক মোটোরোলা বাদে স্মার্টফোন দুনিয়ায় মোটামুটি সব্বাই আইফোন টেনের লুক কপি করতে এবং নচ ডিজাইন আনতে সমর্থ হয়েছিল। এবার ষোল কলা পুর্ণ করে সেই তালিকায় নাম লেখাল মোটোরোলা। নাম মোটোরলা ওয়ান। ইতিমধ্যে ফাঁস হয়েছে লুক সহ স্পেশিফিকেশন। ৬৩৬ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলবে মোটোরোলা ওয়ান।
তথ্যপ্রযুক্তি ব্লগ Techienize-এ শেয়ার করা স্পেসিফিকেশনের তালিকা অনুযায়ী ফোনটিঢ় ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৬.২ ইঞ্চির ডিসপ্লেতে থাকবে নচ ডিজাইন। ১০৮০ x ১৯২০ রেজোলিউশন থাকবে স্ক্রীনে। রিয়ার ক্যামেরায় ১২ ও ৫ মেগাপিক্সেলের কম্বিনেশন থাকবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ F/২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল।
আরও পড়ুন: Moto G6, Moto G6 Play: ১০ মিনিটেই ফুল চার্জ
রিপোর্ট অনুযায়ী ৬৩৬ প্রসেসরে চলা ফোনটি পাওয়া যাবে দুটি র্যাম ভার্সনে। ৪/ ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটিতে থাকবে ৩৭৮০ এমএইচ ব্যাটারি ব্যাকআপ। তবে মোটোরোলা ওয়ান ফোনটির দুটি মডেলে থাকবে ক্যামেরার তারতম্য। ৬ জিবি র্যামের মডেলটিতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সামনে সেলফি তোলার জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল।
তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্ম Slashleaks ইতিমধ্যেই প্রকাশ্যে নিয়ে এসেছে হ্যান্ডসেটটির আউটলুক। তবে তা গুজব হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রোটোটাইপ ইমেজ যদি হুবহু একই থাকে তাহলে ডিসপ্লের ওপরই থাকবে মোটোরোলার লোগো। মোটোরলার বাজারচলতি অন্যান্য ফোনের থেকে সম্পূর্ণ আলাদা আউটলুকে।
কিছুদিন আগে মোটোরোলা লঞ্চ করেছে পকেট ফ্রেন্ডলি দামে জি সিক্স ভার্সনের দুটি ফোন। ক্যামেরা ও ব্যাটারির তারতম্যের কারণে দুটি মডেলের দামের ফারাক রয়েছে। Moto G6 ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে দুটি র্যাম ভার্সনে। ৩ জিবি র্যামের মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা এবং ৪ জিবি র্যামের মডেলটির দাম ১৫,৯৯৯ টাকা। একটি র্যাম ও স্টোরেজই পাওয়া যাবে Moto G6 Play ফোনটি।