/indian-express-bangla/media/media_files/2025/09/05/mumbai-blast-alert-2025-09-05-14-58-43.jpg)
মুম্বইয়ে বোমা হামলার হুমকি, চরম সতর্কতায় পুলিশ
Mumbai Bomb Threats: মুম্বইয়ে বোমা হামলার হুমকি, রাজ্য জুড়ে জারি চরম সতর্কতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে শুক্রবার একটি চাঞ্চল্যকর বার্তা আসে, যেখানে দাবি করা হয়েছে যে ৩৪ "মানব বোমা" প্রায় ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের জন্য প্রস্তুত। বার্তাটিতে আরও বলা হয়েছে, ১৪ জন পাক জঙ্গি ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। বার্তাটির উৎস হিসাবে ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি সংগঠনের উল্লেখ করা হয়েছে।
হুমকির খবর সামনে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মুম্বই পুলিশ সতর্কতা জারি করেছে। শহর এবং রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “আমরা প্রতিটি দিক খতিয়ে দেখছি। বার্তার উৎসের সন্ধান শুরু হয়েছে।” উৎসবের মরসুমে এই হুমকি আরও বাড়তি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায়শই এমন হুমকি আসে হেল্পলাইন নম্বরে। অনেক সময় মানসিক সমস্যায় ভোগা ব্যক্তি বা মদ্যপ কেউ এমন বার্তা পাঠায়। তবুও প্রোটোকল মেনে প্রতিটি বার্তাকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হয়। নির্দিষ্ট জায়গার নাম থাকলে সঙ্গে সঙ্গে এলাকা খালি করে বোম ডিসপোজাল স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়।
তবে এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করা হয়নি। পুলিশ নম্বরটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে এবং দ্রুতই প্রেরকের পরিচয় শনাক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় থানায় শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছে মুম্বই পুলিশ।