/indian-express-bangla/media/media_files/2025/09/03/durgapuja-2025-2025-09-03-18-59-56.jpg)
দুর্গাপুজোতেও সমাজ-রাজনীতির প্রতিচ্ছবি
Kolkata Durga Puja 2025: হাতে গোণা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! বাঙালি মেয়ে উঠবে প্রাণের পুজো দুর্গাপুজোয়। এবছরের দুর্গাপুজোতেও উঠে আসছে সমাজ-রাজনীতির প্রতিচ্ছবি। বাংলাভাষীদের উপর একাধিক রাজ্যে চলা তথাকথিত "অত্যাচার" এবং তাঁদের বাংলাদেশি আখ্যা দেওয়ার প্রবণতাকে থিম হিসেবে বেছে নিয়েছে কলকাতার একাধিক পুজো মন্ডপ। একদিকে যেমন দেখা যাবে বাংলার ঐতিহ্য ও ইতিহাসের প্রতিফলন, অন্যদিকে তুলে ধরা হবে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা এবং বাঙালিদের সাংস্কৃতিক অবদান।
বেহালার আদর্শপল্লি ক্লাব এবছর থিম করেছে দেশভাগের সময় উদ্বাস্তু বাঙালিদের দুর্দশা নিয়ে। অন্যদিকে, বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবছরের থিম ‘গর্বের বাংলা ও বাঙালি। সমৃদ্ধির আদ্যোপান্ত।’ ৪৫তম বর্ষে পা রাখা এই পুজোতে প্রধান আকর্ষণ হবে বাংলা ভাষার উৎস, ব্যুৎপত্তি ও ঐতিহ্য।
৮১তম বর্ষে পা রাখা চালতাবাগান সর্বজনীনের থিম ‘আমি বাংলায় বলছি’। থিমে ফুটে উঠবে বাঙালিদের উপর নিপীড়নের ছবি। ‘ভাষা সন্ত্রাসে’র বিরুদ্ধে প্রতিবাদকে পুজোর থিমে ফুটিয়ে তোলা হবে। আয়োজকদের কথায়, “এবছরের থিম মূলত বাঙালি হওয়ার অপরাধে কীভাবে মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই বাস্তবতাই তুলে ধরবে।”
দমদম রোডের হনুমান মন্দির জয়শ্রী ক্লাবও একই সুরে বলছে, বাংলাভাষী হওয়ার কারণে কিভাবে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তা-ই তাদের মণ্ডপে প্রতিফলিত হবে। বন্ধুমহল তাদের ৪৫তম বর্ষে থিম নিয়েছে ‘বাংলা ও বাঙালি। বাংলার ইতিহাস।’ সেখানে রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি স্থাপন করা হবে।
বেহালা আদর্শপল্লির এবারের থিম 'শতবর্ষে ঋত্বিক'। বিশেষ করে তাঁর চলচ্চিত্র মেঘে ঢাকা তারা তুলে ধরবে বাংলার অস্থির সময় ও বর্তমানের সাংস্কৃতিক সংকটকে। আয়োজক শঙ্কর ঘোষের কথায়, “তখন যেমন বাংলার অস্তিত্ব সংকটের মুখে ছিল, আজও একই হুমকি ঘনিয়ে আসছে।”
৩৯ পল্লী দুর্গোৎসব সমিতির আয়োজনে এবছর থাকছে ভিন্ন মাত্রা। ডাউন সিনড্রোমে আক্রান্ত একদল তরুণ-তরুণী শিল্পী স্নেহাশিস দাসের তত্ত্বাবধানে পুজো পরিচালনা করছে। তাঁদের থিম ‘ভাষা-সন্ত্রাস’। এক আয়োজকের কথায়, “সমাজ আমাদের অবহেলিত বলে দেখে, কিন্তু আমরা জীবনের সংগ্রামের আগুনে কঠিন হয়ে উঠতে চাই।”