হাল ছাড়েনি, আগামীকাল চাঁদের মাটিতে বিক্রমের কাছে যাচ্ছে নাসা
তীরে এসে তরী ডুবে যাবে? সেটা হতে দিতে চাইছে না ভিন দেশের বিজ্ঞানীরা। শেষকালে, ইসরোর সঙ্গে চুক্তি করে নাসা বিক্রমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় মন দিয়েছে।
মঙ্গলবার অর্থাৎ কাল বিক্রমের নিকটে পৌঁছবে নাসা। বিক্রম তথা ল্যান্ডার কেমন আছে, কেন ইসরোর হাজারো ডাকে সে সাড়া দিচ্ছে না তা জানতে নাসা তার মহাকাশযানকে কক্ষপথে নামিয়েছে। এত দূর পৌঁছানোর পর কোনো মতেই হারতে চাইছে না বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে চাইছে তাঁরা।
Advertisment
চন্দ্রযান-২ এর অভিযান পরিকল্পনা মাফিক সফল না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী পাশে আছেন ইসরোর। যা নজর কেড়েছে গোটা বিশ্বের। চাঁদের মাটি স্পর্শ করার ২ মিনিট আগে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বিক্রমের সঙ্গে। হন্নে হয়ে খোঁজা শুরু হয় বিক্রমকে। ২৪ ঘন্টা পার হয়ে যায়, তারপর অরবিটারের পাঠানো থার্মাল ইমেজ থেকে বোঝা যায় চাঁদের মাটিতে ঢালু অংশে রয়েছে বিক্রম। কিন্তু কোনো সাড়া শব্দ নেই তার।
তীরে এসে তরী ডুবে যাবে? সেটা হতে দিতে চাইছে না ভিন দেশের বিজ্ঞানীরা। শেষকালে, ইসরোর সঙ্গে চুক্তি করে নাসা বিক্রমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় মন দিয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার যান লুনার রিকনসাঁ অরবিটারের মাধ্যমে বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। জানা যাচ্ছে, মঙ্গলবার বিক্রমের ল্যান্ডিং সাইটের ওপর গিয়ে দাঁড়াবে লুনার রিকনসাঁ। সেখান থেকে তোলা হবে বিক্রমের ছবি। সেই ছবি সরাসরি পাঠিয়ে দেওয়া হবে ইসরোর মিশন কন্ট্রোল রুমে। ইসরো এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে। গোটা আটদিন ধরে সংযোগ করার আপ্রাণ চেষ্টা করে চলেছে ইসরোর তাবড় তাবড় বিজ্ঞানীরা। কয়েক দিন আগে নাসা 'হ্যালো' মেসেজ পাঠায় বিক্রমকে। কিন্তু নাসাকেও কোনো উত্তর দেয় না বিক্রম। এবার সেকারণে বিক্রমের কাছে যেতে মরিয়া নাসা।