Nasa: মঙ্গলে 'এলিয়েনদের সন্ধানে' নাসার নতুন পরিকল্পনা, প্রমাণ আসছে পৃথিবীতে। ২০২১ সাল থেকে, নাসার পার্সিভারেন্স রোভার মঙ্গল গ্রহ থেকে পাথর এবং মাটির নমুনা সংগ্রহ করে আসছে। এবার তা পৃথিবীতে ফিরিয়ে আনার পালা।
অনেক মহাকাশ সংস্থা এবং বিজ্ঞানীরা একমত যে মঙ্গল গ্রহে একসময় প্রাণের অস্তিত্ব ছিল। সেই দাবির সঙ্গে সম্পর্কিত অনেক প্রমাণও ইতিমধ্যেই বেশ কিছু সংস্থার হাতে এসেছে বলে দাবি। তবে সেগুলি এখনও সামনে আনা সম্ভব হয়নি। ২০২১ সাল থেকে, নাসার পার্সিভারেন্স রোভার মঙ্গল গ্রহ থেকে পাথর এবং মাটির নমুনা সংগ্রহ করে আসছে। তবে, সেই নমূনা কবে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তা এখনও নিশ্চিত করেনি নাসা। আগে নাসা এই দশকের শেষের দিকে নমুনাগুলি পৃথিবীতে আনতে চেয়েছিল, কিন্তু এখন সেই প্রমাণ পৃথিবীতে আসতে কিছুটা বিলম্ব হতে পারে।
লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, নাসা এখন দুটি নতুন অবতরণ কৌশল নিয়ে কাজ করছে, অর্থাৎ, নমুনাগুলি পৃথিবীতে কীভাবে আনা সম্ভব তার জন্য দুটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। নাসা প্রধান বিল নেলসনের মতে, 'দুটি সম্ভাব্য রুটে অগ্রসর হলে আমাদের পূর্ববর্তী পরিকল্পনার তুলনায় খরচ এবং সময় উভয়ই সাশ্রয় হবে'। ' তিনি বলেন, এই নমুনাগুলি মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। সেই সম্ভাবনা প্রবল'।
মঙ্গল গ্রহে কখনও প্রাণ ছিল কিনা তার কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। কিন্তু যদি মঙ্গলে প্রাণের সন্ধান থাকত তাহলে সম্ভবত পার্সিভারেন্স রোভার তার নমুনা সংগ্রহ করেছে। ওই নমুনাগুলিতে কী আছে তা জানতে, সেগুলো পৃথিবীতে ফিরিয়ে আনাটা বিশেষ জরুর। এর পরেই, ল্যাব পরীক্ষার মাধ্যমে, বিজ্ঞানীরা তাদের সম্পর্কে বিশ্বকে বলতে সক্ষম হবেন।
প্রাথমিকভাবে, নাসা মঙ্গল গ্রহের নমুনা ফেরতের বাজেট ৭ বিলিয়ন ডলার অনুমান করেছিল। এটি এখন বেড়েছে এবং বাজেট ১১ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। মিশনটি বারবার বিলম্বিত হয়েছে, যার ফলে নাসাকে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।