Advertisment

ফের প্রাণের সন্ধান মঙ্গলে

সম্প্রতি প্রচুর পরিমাণে গ্যাসের খোঁজ মিলেছে। যা দেখে বিজ্ঞানীরা আন্দাজ করছে জীবাণুর অস্থিত্ব থাকতে পারে মঙ্গলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঙ্গলের রহস্য উদঘাটনে কোমর বেঁধে নেমেছে নাসা। তাদের মনে একটাই প্রশ্ন, 'মঙ্গলে কি প্রাণ আছে?' যার উত্তর খুঁজতে মঙ্গলে পাড়ি জমিয়েছে তাদের কিউরিওসিটি রভার। সম্প্রতি মঙ্গলে প্রচুর পরিমাণে গ্যাসের খোঁজ মিলেছে। যা দেখে বিজ্ঞানীরা আন্দাজ করছেন মঙ্গলে জীবাণুর অস্তিত্ব থাকা সম্ভব।

Advertisment

আরও পড়ুন: চাঁদের বুকে নামার জন্য প্রস্তুত চন্দ্রযান-২, যাত্রা শুরু ১৫ জুলাই

বুধবার নাসার পাঠানো কিউরিওসিটি রভার মঙ্গলের বাতাসে আবিষ্কার করেছে মিথেন গ্যাস। যা সাধারণত প্রাণ তৈরিতে সক্ষম। বৃহস্পতিবারই এই তথ্য মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে এসে পৌঁছয়। তারপর মঙ্গলে উপস্থিত রোভারের পুনরায় পর্যবেক্ষণ করার জন্য বার্তা প্রেরণ করা হয়। পরবর্তী ফলাফলের জন্য সোমবার অবধি অপেক্ষা করতে হবে।

যদি মঙ্গলের হাওয়ায় মিথেন থেকে থাকে, তাহলে তা তথ্য় হিসেবে অতীব গুরুত্বপূর্ণ।

Read the full story in English

NASA
Advertisment