NASA: নাসা জানাল,'জীবনের শেষ তারিখ'! শীঘ্রই শেষ হতে চলেছে অক্সিজেনের ভান্ডার

NASA: অক্সিজেন হল জীবনের মূল ভিত্তি। তবে এবার বিরাট আশঙ্কার কথা শোনালো নাসা। ধীরে ধীরে পৃথিবী থেকে অক্সিজেনের ভান্ডার কমে আসতে শুরু করেছে। তবে কী প্রাণের অস্তিত্ব চিরতরে মুছে যাবে পৃথিবী থেকে? এই আশঙ্কা যেন তাড়া করে বেড়াচ্ছে সকলকেই।

NASA: অক্সিজেন হল জীবনের মূল ভিত্তি। তবে এবার বিরাট আশঙ্কার কথা শোনালো নাসা। ধীরে ধীরে পৃথিবী থেকে অক্সিজেনের ভান্ডার কমে আসতে শুরু করেছে। তবে কী প্রাণের অস্তিত্ব চিরতরে মুছে যাবে পৃথিবী থেকে? এই আশঙ্কা যেন তাড়া করে বেড়াচ্ছে সকলকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NASA, Toho University, oxygen depletion, Earth's atmosphere, billion years, oxygen loss, plant extinction, carbon cycle collapse, Sun's aging, high temperature, sea evaporation, microbial survival, future of life on Earth

নাসা জানাল,'জীবনের শেষ তারিখ'!

NASA: অক্সিজেন হল জীবনের মূল ভিত্তি। তবে এবার বিরাট আশঙ্কার কথা শোনালো নাসা। ধীরে ধীরে পৃথিবী থেকে অক্সিজেনের ভান্ডার কমে আসতে শুরু করেছে। তবে কী প্রাণের অস্তিত্ব চিরতরে মুছে যাবে পৃথিবী থেকে? এই আশঙ্কা যেন তাড়া করে বেড়াচ্ছে সকলকেই।   

Advertisment

সম্প্রতি, নাসা এবং জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে এই চমকপ্রদ তথ্য বুকে কাঁপুনি ধরাবে। বিজ্ঞানীদের মতে, প্রায় এক বিলিয়ন বছর পর, পৃথিবীর অক্সিজেন ভান্ডারর সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে যার ফলে জীবনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

ধুঁয়াধার অফারে বাজারে আলোড়ণ, ১৫০০টাকার কমে পান সারা বছরে বৈধতা সঙ্গে আরও কত কী....

Advertisment

নাসা এবং জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক যুগান্তকারী গবেষণা জানিয়েছে যে ভবিষ্যতে পৃথিবীতে অক্সিজেনের ভান্ডার একদিন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। ৪ লক্ষ সিমুলেশনের ভিত্তিতে করা এই গবেষণায় বলা হয়েছে, প্রায় এক বিলিয়ন বছর পরে পৃথিবীর অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল একেবারে নিঃশেষ হয়ে যাবে, যার ফলে জীবনের অস্তিত্ব প্রায় অসম্ভব হয়ে উঠবে। বিজ্ঞানীদের মতে, বর্তমানে বাকি রয়েছে অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলের আয়ুষ্কালের মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

গবেষণা অনুযায়ী, সূর্যের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। সমুদ্রের জল বাষ্পীভূত হবে এবং কার্বন চক্র দুর্বল হয়ে পড়বে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ ধ্বংস হবে, যা অক্সিজেনের প্রধান উৎস, ফলে অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে। জীবনের সমস্ত চিহ্ন মুছে যাবে। শুধুমাত্র কিছু পরজীবী, যারা কম অক্সিজেনে বেঁচে থাকতে পারে, তারাই টিকে থাকবে। 

নীতা আম্বানির ১০০ কোটি টাকার গাড়ি দেখেছেন? রঙ বদলানো সুপার লাক্সারি গাড়ির ফিচার দেখলে মাথা ঘুরে যাবে!

যদিও এই সময়কাল এখন অনেক দূরে, বিজ্ঞানীরা বিশ্বাস করেন পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি রোধ সম্ভব।  কিছু বিশেষজ্ঞ মনে করেন যে উন্নত প্রযুক্তির সাহায্যে এই ধ্বংসাত্মক ভবিষ্যৎ এড়ানো যেতে পারে।

NASA