১ লাখি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি ৩৫ হাজারেই! অবিশ্বাস্য ছাড়ে বিরাট সঞ্চয়

দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। এই সময় দেশের দুটি বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন স্মার্ট টিভির উপর দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। এই সময় দেশের দুটি বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন স্মার্ট টিভির উপর দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

ধনতেরাসে টিভিতে ৭০% পর্যন্ত ছাড়, তোলপাড় ফেলা অফারে উপচে পড়ছে ভিড়

ধনতেরাসে টিভিতে ৭০% পর্যন্ত ছাড়, তোলপাড় ফেলা অফারে উপচে পড়ছে ভিড়।  

আরও পড়ুন-তুফানি গতির সঙ্গে দুর্দান্ত মাইলেজ, প্রিমিয়াম সিরিজ বাইক বাজারে জোর টক্কর TVS-এর

Advertisment

 দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। এই সময় দেশের দুটি বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন স্মার্ট টিভির উপর দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

Foxsky-এর ৫৫ ইঞ্চি স্মার্ট টিভিটি Flipkart-এ ৭৪ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই টিভিটির MRP ছিল ৯৮,৯৯০ টাকা, যেটি এখন Flipkart সেলে মাত্র ২৪,৯৯৯ টাকার আর্কষণীয় দামে পাওয়া যাচ্ছে। 

Advertisment

TCL-এর ৫৫ ইঞ্চি 4K টিভি Amazon-এ ৬৮ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই টিভিটির MRP ১০৯,৯৯০ টাকা। সেল চলাকালীন মাত্র₹৩৪,৯৯০-টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন-আপনার পরিবারের জন্য কত লিটার গিজার উপযুক্ত? কেনার আগে বিভ্রান্তি দূর করুন

Acerpure-এর ৫৫ ইঞ্চি টিভি Flipkart-এ ৬৬ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই টিভির MRP ছিল ৮০,৯৯০টাকা, এখন পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকায়।

TCL-এর ৫৫ ইঞ্চি টিভিটি ৬৪ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই টিভিটির MRP ছিল ৯৩,৯৯০ টাকা, যা Flipkart সেলে ৩২,৯৯০ টাকায়। 

TCL-এর ৪৩ ইঞ্চি 4K টিভিটি Amazon-এ ৬২ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। মূলত ৫২,৯৯০ টাকা দামের এই টিভিটি এখন ১৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

মটোরোলার ৫৫ ইঞ্চি ৪কে টিভি ফ্লিপকার্টে ৫৪ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই টিভিটির এমআরপি ছিল ৬৯,৯৯৯ টাকা, এটি আপনি সেলের সময় ৩১,৯৯৯ টাকাতে কিনতে পারবেন। 

ক্রেডিট কার্ডে পেমেন্টের উপর পেয়ে যান অতিরিক্ত ছাড়।  ফ্লিপকার্টে SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়, এবং অ্যামাজনে HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করলে একই সুবিধা মিলবে। 

আরও পড়ুন- জিওর দিওয়ালি ধমাকা! ৬০ দিনের জন্য বিনামূল্যে সুপার-ফাস্ট 5G ইন্টারনেট, কীভাবে পাবেন এই অফার?

Flipkart DIwali Sale Amazon Diwali sale