/indian-express-bangla/media/media_files/2025/10/14/adventure-bike-2025-10-14-14-05-25.jpg)
Adventure Bike: বাজারে নতুন বাইক আনছে টিভিএস।
Adventure Bike in India: ভারতের জনপ্রিয় টু-হুইলার সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল নিয়ে আসছে — নাম টিভিএস অ্যাপাচে আরটিএক্স ৩০০ (TVS Apache RTX 300)। ইতিমধ্যেই ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে বাইকটির একঝলক দেখা গিয়েছিল। অবশেষে, কোম্পানি ঘোষণা করেছে যে এই নতুন অ্যাডভেঞ্চার বাইক (Adventure Bike) ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে।
ডিজাইন ও বাইকের লুক
TVS Apache RTX 300 দেখতে একেবারে নতুন ধাঁচের। এটি একটি সেমি-ফেয়ার্ড ADV বাইক, যার রয়েছে সাধারণ অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় আরও স্পোর্টি ও স্মার্ট লুক। সামনে বড় উইন্ডস্ক্রিন, শক্তপোক্ত নাকল গার্ড এবং ডুয়াল-স্পোর্ট টায়ার বাইকটিকে আরও রাফ-অ্যান্ড-টাফ চেহারা দিয়েছে। এতে আছে ১৯ ইঞ্চি সামনের ও ১৭ ইঞ্চি পিছনের অ্যালয় হুইল, যা কঠিন রাস্তায়ও চমৎকার গ্রিপ দেবে। সামনের দিকে সোনালি ফিনিশ আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন যুক্ত রয়েছে।
আরও পড়ুন- মারকাটারি প্ল্যানে বাজার কাঁপিয়ে দিল BSNL, সস্তার রিচার্জে জোর টেক্কা jio-Airtel-কে
নিরাপত্তার দিক থেকেও নতুন Apache RTX 300 বেশ আধুনিক। বাইকটিতে সামনের ও পিছনের চাকায় সিঙ্গল ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে। তাছাড়া আছে ডিজিটাল TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার সঙ্গে থাকবে Bluetooth Connectivity, SmartXonnect App Support, Turn-by-Turn Navigation, Music Control System। এই ফিচারগুলি শহরের ট্রাফিক হোক বা লং রাইড — উভয় ক্ষেত্রেই রাইডারকে আধুনিক অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন- সেল সেল সেল! দিওয়ালি সেলে বিরাট ছাড়ে পান ২০০ এমপি ক্যামেরার প্রিমিয়াম স্মার্টফোন
TVS Apache RTX 300-এ থাকবে একেবারে নতুন RT-XD4 ইঞ্জিন। এটি একটি ৩০০cc, DOHC, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৩৫ bhp পাওয়ার এবং ২৮.৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে ৬-স্পিড গিয়ারবক্স, যা হাইওয়ে রাইডিং-এর জন্য যথেষ্ট কার্যকর। TVS দাবি করছে, এই ইঞ্জিনটি পারফরম্যান্স ও মাইলেজ—দুই দিক থেকেই ভারসাম্য রক্ষা করবে।
আরও পড়ুন- jio-এর সবচেয়ে বড় ধামাকা, সবচেয়ে সস্তার প্ল্যানে বাজার কাঁপালও শীর্ষ টেলিকম সংস্থা
সাম্প্রতিকভাবে সরকারের ৩৫০cc-এর নীচে বাইকে GST হ্রাসের সিদ্ধান্তের পর, আশা করা হচ্ছে নতুন TVS Apache RTX 300-এর দামও হবে প্রতিযোগিতামূলক। এই বাইকটি মূলত Royal Enfield Himalayan 450, Hero Xpulse 300, Yezdi Adventure, এবং Kawasaki Versys X-300-এর মতো বাইকের সঙ্গে টক্কর দেবে। আনুমানিক দাম হতে পারে ২.৮৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) এর মধ্যে।
আরও পড়ুন- 200MP ক্যামেরা,হার মানবে DSLR-ও! ৬,৫০০mAh পাওয়ারফুল ব্যাটারি-সহ বড় চমক Vivo-এর
TVS-এর প্রথম Adventure Bike হিসেবে Apache RTX 300 ভারতের বাইকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর আধুনিক লুক, শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচারস- এই সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা হচ্ছে।