Advertisment

Monsoon AC Tips: বোর্ড থেকে অন থাকছে AC? ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা, বর্ষাতেই কেন বেশি খারাপ হয় বাতানুকূল যন্ত্র?

যদিও গ্রীষ্মের তুলনায় বর্ষায় কম এসি ব্যবহার করা হচ্ছে, তবুও এই সময়ই এসির সব থেকে বেশি যত্ন নেওয়া জরুরি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"AC, AC Tips,monsoon, Utility News, AC Safety Tips, ac care tips in rainy season , ac tips in monsoon, ac safety tips in monsoon,एसी,एसी टिप्स,मानसून,यूटिलिटी न्यूज़, एसी सेफ्टी टिप्स, बरसात के मौसम में एसी की देखभाल के टिप्स,मानसून में एसी टिप्स,मानसून में एसी सेफ्टी टिप्स, AC Tips in Hindi, AC Monsoon Tips, air conditioner filters, ac filter cleaning tips, AC cooling, AC cooling filter, air filter cleaning in Air Conditioner

বর্ষাতেই কেন বেশি খারাপ হয় বাতানুকূল যন্ত্র?

Monsoon AC Tips: বর্ষার মরসুমে দেশের কোন কোন অংশে জারি রয়েছে প্রবল বৃষ্টিপাত। বৃষ্টি গরম থেকে খানিক স্বস্তি আনলেও আদ্রতার কারণে মানুষ নাজেহাল। এয়ার কন্ডিশনারের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত অনুভূত হচ্ছে। বর্ষাকালে এমনিতেই আর্দ্রতা বেশি থাকে এবং কুলার এবং ফ্যান সম্পূর্ণরূপে সেই আদৃতা থেকে মানুষকে স্বস্তি দিতে পারে না। ফলে বর্ষাকালেও মানুষ এসির ড্রাই মোড অন করে এসি চালিয়ে স্বস্তি পাচ্ছেন। কিন্তু জানেন কী গ্রীষ্মের তুলনায় বর্ষায় এসির যত্নের বেশি প্রয়োজন। আপনার একটি ছোট্ট ভুলের কারণে এসিতে আগুন লেগে পুরো এয়ার কন্ডিশনার নষ্ট হয়ে যেতে পারে।

Advertisment

বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও এসির ব্যবহার কমেনি। যদিও গ্রীষ্মের তুলনায় বর্ষায় কম এসি ব্যবহার করা হচ্ছে, তবুও এই সময়ই এসির সব থেকে বেশি যত্ন নেওয়া জরুরি। প্রায়ই মানুষজন মনে করে যে গরমে এসির যত্ন নেওয়াটা বেশি জরুরি, এই একটি ভুল বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আজকের এই প্রতিবেদনে আপনাকে বর্ষায় এসিকে শর্টসার্কিট থেকে রক্ষা করার পাশাপাশি এসির যত্নের বিষয়ে বেশ কিছু টিপস জানাতে চলেছি, যার মাধ্যমে আপনি বর্ষাকালে এসিকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন এবং আগুনের গ্রাস থেকে আপনার সাধের এসিকে থেকে রক্ষা করতে পারেন।

আরও পড়ুন < Jio Best Recharge Plan: BSNL-র দাপটে ঘুম উড়ল jio-র, তড়িঘড়ি ফেরাল জনপ্রিয় এই রিচার্জ প্ল্যান >

বর্ষাকালে এই বড় ভুল কখনই করবেন না

-যদি এসি বাইরে বারান্দায় বা খোলা জায়গায় রাখা হয়, তবে খেয়াল রাখতে হবে যাতে জল না জমে। ক্রমাগত জল জমে থাকার কারণে, আউটডোর তারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

-বর্ষাকালে অনেক সময় বিদ্যুৎ বিভ্রাট বা ভোল্টেজের ওঠা নামার সমস্যা দেখা দেয়। আপনার এলাকায়ও যদি এমনটা হয়ে থাকে তাহলে একটানা এসি চালানো এড়িয়ে চলুন। বিদ্যুতের ওঠানামার কারণে এসির মূল্যবান পার্টস নষ্ট হয়ে যেতে পারে।

-অনেক সময় দেখা যায় মানুষ শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করে সুইচ অন রাখে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে হাই ভোল্টেজ হলে, শর্ট সার্কিটের কারণে আপনার এসি আগুন ধরতে পারে। এসি সবসময় বোর্ড থেকে বন্ধ রাখুন।

-বর্ষাকালে এসি ফিল্টার পরিষ্কার করা খুবই জরুরি। ফিল্টারে ময়লার কারণে শীতলতা কমে যায় এবং কম্প্রেসারকে রুম ঠান্ডা করতে আরও বেশি পরিশ্রম করতে হয়। এর ফলে এসির কার্যক্ষমতা কমে যেতে থাকে।

Tech News Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment