Advertisment

Whatsapp- অ্যাডমিনদের হাতে ক্ষমতা দিচ্ছে অ্যাপ, ক্ষমতা ছাঁটছে প্রশাসন

Whatsapp new feature: হোয়াটসঅ্যাপের অ্যাডমিনদের জন্য কর্তৃত্ব সর্বময় করতে চাইছে সংস্থা। অ্যাডমিনদের ওপর প্রশাসনের খাঁড়া ঝোলাচ্ছে প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
whatsapp new update

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

জম্মু কাশ্মীরের কিশওয়ারের জেলা শাসক অ্যাঙ্গরেজ সিং রানা জানিয়েছেন এলাকার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের তাঁর দফতরে এসে নাম নথিভুক্ত করতে হবে। নয়ত, তথ্য প্রযুক্তি ধারা, সাইবার ক্রাইম, ও এমনকি ইউএপিএ ধারাতেও অভিযুক্ত করা হবে তাঁদের।

Advertisment

কিশওয়ারের এস এস পি আব্রার চৌধরি জানিয়েছেন, বহু সময় গ্রুপ গুলিতে বিভিন্ন ধরনের গুজব ও ভুল তথ্য শেয়ার করা হয়। সে সব বন্ধ করতেই এই নয়া উদ্যোগ। গ্রুপের অ্যাডমিনকে গ্রুপের সদস্যদের নাম এবং তার সঙ্গে পরিচয়ের ইতিবৃত্ত জমা দিতে হবে স্থানীয় পুলিশ স্টেশনে। পাশাপাশি গ্রুপে যে সব ফাইল শেয়ার হবে তাঁর দায় থাকবে অ্যাডমিনের কাঁধে। গ্রুপের সদস্যদের পরিচয়ও কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সে সদস্য বিদেশের অধিবাসী হলেও নিয়মের ব্যাতিক্রম হবে না বলে জারি করা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে  গত শনিবার থেকে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এ ফিচারের বৈশিষ্ট্যই হল গ্রুপ অ্যাডমিনের কর্তৃত্ব বজায় রাখা। সেন্ড মেসেজ নামের এই ফিচার পাবেন শুধু গ্রুপ অ্যাডমিনরাই। ফিচারটি অ্যাকটিভ করে কোনও মেসেজ করা হলে, গ্রুপের সদস্যরা ওই মেসেজ দেখতে পাবেন, তার নিচে কোনও কমেন্ট করতে পারবেন না। এছাড়া গ্রুপ অ্যাডমিনের শেয়ার করা কোনও মেসেজ বা ফাইল অন্য কেউ ডিলিট করতে পারবেন না।

আরও পড়ুন :WhatsApp group video: হোয়াটসঅ্যাপ ভিডিও কল করুন ৪ জনে

আপনিকি গ্রুপ অ্যাডমিন ? তাহলে দেখে নিন কী ভাবে আপনি এই ফিচার ব্যবহার করতে পারবেন।

১) প্রথমেই গুগল প্লেতে গিয়ে দেখে নিন আপনার হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়েছে কিনা। প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।

২) হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন।

৩) সেখানে গিয়ে সেন্ট মেসেজ অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন ‘অনলি অ্যাডমিনস’ অপশন। সেটিতে ক্লিক করলেই অ্যাকটিভ হবে এই ফিচার।

হোয়াটসঅ্যাপ সংস্থা থেকে জানানো হয়েছে, অনেকক্ষেত্রে গ্রুপে অ্যাডমিন গুরুত্বপুর্ণ কোনো বক্তব্য বা তথ্য দিলে তা অন্য সদস্য দ্বারা ডিলিট হয়ে যেতে পারে। তাই এই টুল নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। যা গ্রুপ অ্যাডমিনের ডিলিট না করা পর্যন্ত সংরক্ষিত থাকবে চ্যাট বক্সে।

Whatsapp cyber crime jammu and kashmir
Advertisment