Kinetic Luna Electric Scooter: পান ২০০ কিমি অনবদ্য রেঞ্জ,ইলেকট্রিক স্কুটারের বাজারে সুনামি তুলতে আসছে Kinetic Luna

Kinetic Luna Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের বাজারে সুনামি তুলতে আসরে এবার নতুন কাইনেটিক ইলেকট্রিক লুনা। লঞ্চ ঘিরে প্রবল উন্মাদনা। নতুন লুনায় ডিজাইন সহ ফিচার্সে একাধিক বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা।

Kinetic Luna Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের বাজারে সুনামি তুলতে আসরে এবার নতুন কাইনেটিক ইলেকট্রিক লুনা। লঞ্চ ঘিরে প্রবল উন্মাদনা। নতুন লুনায় ডিজাইন সহ ফিচার্সে একাধিক বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
new Kinetic Luna Electric Scooter

পান ২০০ কিমি অনবদ্য রেঞ্জ,ইলেকট্রিক স্কুটারের বাজারে সুনামি তুলতে আসছে Kinetic Luna

Kinetic Luna Electric Scooter:  ইলেকট্রিক স্কুটারের বাজারে সুনামি তুলতে আসরে এবার নতুন কাইনেটিক ইলেকট্রিক লুনা। লঞ্চ ঘিরে প্রবল উন্মাদনা। নতুন লুনায় ডিজাইন সহ ফিচার্সে একাধিক বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা। থাকতে পারে  অপসারণযোগ্য ব্যাটারির সুবিধা। ফলে ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না।

Advertisment

ভারতে বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। চাহিদার কথা মাথায় রেখে একের পর এক সংস্থা বাজারে লঞ্চ করছে তাদের জনপ্রিয় ই-স্কুটারের একাধিক মডেল। এই সেগমেন্টে, কাইনেটিক গ্রিন আবারও তাদের নতুন লুনা ইলেকট্রিক নিয়ে আসছে। এবার এই স্কুটারে থাকতে পারে বেশ  কিছু নতুন পরিবর্তন। মিডিয়া রিপোর্ট অনুসারে খুব শীঘ্রই বাজারে দাপট দেখাতে আসতে চলেছে নতুন ইলেকট্রিক লুনা। 

 ঘরের ভিতর দিব্যি হাঁটা চলা করবে, তাক লাগালো TATA-র AC, ঠাণ্ডায় টেক্কা সব ব্র্যান্ডকে

এবার নতুন লুনায় অনেক বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা। এর ডিজাইনে বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি নয়া লুনায় থাকতে পারে অপসারণযোগ্য ব্যাটারির সুবিধা থাকতে পারে। এই বৈশিষ্ট্যের সাহায্যে, ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না।

Advertisment

পাওয়ারট্রেনের কথা বলতে গেলে, এতে একটি 2 KWh স্থির ব্যাটারি থাকতে পারে যা একবার চার্জে 110 কিলোমিটার রেঞ্জের প্রতিশ্রুতি দেয়, এবং একটি অপসারণযোগ্য ব্যাটারিও থাকতে পারে যেটি লুনার রেঞ্জ 200 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার। নতুন মডেলের দাম ৭০ থেকে ৭৫ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

Electric scooter