Acer Nitro Lite 16: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Acer-এর নতুন গেমিং ল্যাপটপ Acer Nitro Lite 16। অত্যাধুনিক ফিচারে ভরপুর এই ল্যাপটপটি মূলত গেমারদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে, তবে অফিস এবং হালকা কাজের ক্ষেত্রেও এটি যথেষ্ট কার্যকর। মাত্র ১.৯৫ কেজি ওজনের এই ল্যাপটপটিতে রয়েছে ১৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫Hz — গেমিং এবং ডিসপ্লেটি চোখে কোনরকমের চাপ ফেলবে না, ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও স্বস্তি বজায় থাকে।
ডিজাইনের দিক থেকেও ল্যাপটপটি নজর কাড়ে। এর ফিনিশিং উন্নতমানের, আর এতে রয়েছে ব্যাকলিট কিবোর্ড ও ডেডিকেটেড CoPilot কী, যা Microsoft AI সমর্থিত। এই Nitro Lite 16 ল্যাপটপে ব্যবহার করা হয়েছে Intel Core i7-13620H (13তম প্রজন্ম) প্রসেসর এবং NVIDIA RTX 4050 GPU। রয়েছে ৬ জিবি GDDR6 VRAM, ১৬ জিবি DDR5 RAM এবং ৫১২ জিবি SSD স্টোরেজ। ফলে মাল্টিটাস্কিং, গেমিং ও ভারী কাজের ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। ল্যাপটপটি Windows 11 অপারেটিং সিস্টেমে চলে।
ব্যাটারির ক্ষেত্রেও Acer Nitro Lite 16 যথেষ্ট উন্নত। এতে রয়েছে ৩-সেল, ৫৩Wh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ১০০W USB-PD অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা যায়। সংযোগের দিক থেকে এই ল্যাপটপে রয়েছে Wi-Fi 6, Bluetooth 5.1, Thunderbolt 4, HDMI 2.1, Ethernet, USB 3.2 Gen A এবং কম্বো অডিও জ্যাক — যা একে একটি সম্পূর্ণ এবং শক্তিশালী ল্যাপটপ হিসেবে তুলে ধরে।
Acer Nitro Lite 16-এর বেস ভেরিয়েন্টের ভারতে দাম শুরু হচ্ছে ৬৯,৯৯০ টাকা থেকে। এটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাবে। বর্তমানে এটি পার্ল হোয়াইট রঙে Acer-এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত। হালকা ওজনের এবং শক্তিশালী গেমিং ল্যাপটপ খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি একটি উপযুক্ত পছন্দ হতে পারে।