Rakhi Gifts: রাখীবন্ধন, ভাই-বোনের বন্ধনের এক বিশেষ দিন। প্রতিবারই এই উৎসবে ভাইয়েরা চেষ্টা করেন বোনকে এমন কিছু উপহার দিতে যা যেমন প্রয়োজনীয়, তেমনই স্মার্ট ও কাজে লাগার মত। আর যদি সেই গ্যাজেটটি হয় বাজেটের মধ্যে, তাহলে তো কথাই নেই! এবার রাখীবন্ধন ২০২৫ উপলক্ষে আমরা নিয়ে এসেছি কিছু দুর্দান্ত আলট্রা বাজেট টেক (Ultra Budget Tech) গ্যাজেটের তালিকা। এগুলো ৭০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর আপনার বোন নিশ্চিত খুশি হবে।
Triggr UltraBuds N1 Neo:–
সংগীতপ্রেমী বোনের জন্য এটাই হতে পারে আপনার সেরা গিফট। যদি আপনার বোন গান শুনতে ভালোবাসেন, তাহলে ট্রিগার আলট্রাবাডস (Triggr UltraBuds) হতে পারে সেরা উপহার। মাত্র ৫৯৯ টাকায় এটি ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাচ্ছে। এই ইয়ারবাডে রয়েছে ১৩ মিমি ড্রাইভার ও ৪০ ঘণ্টার প্লেব্যাক সুবিধা। ব্লুটুথ ৫.৩ এবং টাচ কন্ট্রোল-সহ এতে রয়েছে ইনবিল্ট মাইক এবং ১০ মিটার রেঞ্জ।
আরও পড়ুন- নামমাত্র বিদ্যুৎ বিলেই মিলবে ভ্যাপসা গরমে বিরাট স্বস্তি! সেরা তিন হেভি ডিউটি স্প্লিট এসি বাজার কাঁপাচ্ছে
Hammer Ultra Charge Power Bank:–
আজকের দিনে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাই যদি আপনার বোন ফোন বা ট্যাবলেট বেশি ব্যবহার করেন, ১০,০০০mAh এর এই Hammer পাওয়ার ব্যাংক হতে পারে তার রক্ষাকবচ। মাত্র ৬৪৯ টাকায় এটি Amazon-এ পেয়ে যাবেন। এতে রয়েছে Type-C PD ও Dual USB পোর্ট এবং ২০W ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- ২৫ হাজারেই Samsung, Voltas, Carrier প্রিমিয়াম এসি কেনার বিরাট সুযোগ, ধামাকা অফার চমকে দেবেই
boAt Stone 135 Bluetooth Speaker:–
মিউজিক লাভারের জন্য পারফেক্ট। মাত্র ৬৯৯ টাকায় ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হওয়া এই পোর্টেবল স্পিকারটি ১১ ঘন্টা প্লেব্যাক ও ৫ ওয়াট আরএমএস (RMS) সাউন্ড আউটপুট দেয়। ব্লুটুথ ৫.০ প্রযুক্তি এবং ১০ মিটার রেঞ্জের এই ব্লুটুথ স্পিকার উপহার হিসেবে আদর্শ।
আরও পড়ুন- ২০০ টাকার কমে কলিং-ডেটার সুবিধা! সারা বছর অ্যাকটিভ থাকবে সিমকার্ড, jio-Airtel-এর ঘুম উড়ল
Portronics Tufan USB:-
ফ্যানে স্টাইল আর কুলিং যদি একসঙ্গে চান তবে মেকআপের সময় কাজের জন্য এই ছোট ইউএসবি ফ্যানটি বেশ কাজের। আমাজন (Amazon)-এ মাত্র ৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ৭৮০০ RPM গতির এই ফ্যান ২০০০mAh ব্যাটারির সাহায্যে ৪.৫ ঘণ্টা একটানা চলতে পারে।
আরও পড়ুন- আপনার অ্যাকাউন্ট কি আদৌ সুরক্ষিত? নিমেষেই জানুন সিক্রেট পাসওয়ার্ড হ্যাকারদের কাছে রয়েছে কিনা!
Philips Hair Dryer:–
উপহার হিসেবে বেশ স্টাইলিশ। বোন পছন্দ করবেই। সুন্দর চুল স্টাইলি করার জন্য এটার দরকার। এটা একটি ভালো হেয়ার ড্রায়ার। ফিলিপস (Philips)-এর এই মডেলটি মাত্র ৫৩৪ টাকায় ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ১০০০W পাওয়ার, দুটি হিট সেটিং ও ১.৫ মিটার কর্ড। এটি হালকা, সহজে বহন করা যায় এবং রেটিং ৪.৩। যা বোঝাচ্ছে এটা একটা নির্ভরযোগ্য গ্যাজেট।
রাখীবন্ধনে গিফট মানেই এখন আর শুধু সাজগোজ বা চকলেট নয়। একটি ভালো গ্যাজেট আপনার বোনের প্রতিদিনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। মাত্র ৭০০ টাকার উপহারের মধ্যেই দিতে পারবেন স্মার্টনেস, ইউটিলিটি এবং ভালোবাসার ছোঁয়া।