Advertisment

Nokia 5.1 Plus Flipkart Sale: ৪০০ জিবি মেমোরি সঙ্গে ২৪০ জিবি ডেটা; ফ্লিপকার্ট সেলে Nokia 5.1 Plus

এই সুবাদে এয়ারটেলের সঙ্গে জোট বেঁধেছে নোকিয়া। ফোনটি কেনার পর এয়ারটেল থেকে ১২০ জিবি ডেটার সঙ্গে প্রায় ১৮০০ টাকার বেনিফিট পাওয়া যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nokia 5.1 Plus First Flash Sale in India on Flipkart

Nokia 5.1 Plus First Flash Sale in India on Flipkart

Nokia 5.1 Plus Flipkart Sale: Nokia 5.1 Plus ভারতে প্রথম বিক্রির জন্য ফ্লিপকার্টে হচ্ছে ফ্ল্যাশ সেল। আজ দুপুর ১২ টা থেকে কিনতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। এই ফোন শুধুমাত্র Flipkart মাধ্যমেই কিনতে পারা যাবে। সময়ের ধ্যান জ্ঞান না থাকলে এখনই ফ্লিপকার্টের পেজে ঢুকে 'নোটিফাই মি' তে ক্লিক করে রাখুন। সেলের সময় হলেই আগাম নোটিফিকেশন এসে যাবে আপনার কাছে। গত মাসেই ভারতে Nokia 5.1 Plus লঞ্চ হয়েছিল, যার মূল্য ১০,৯৯৯ টাকা।

Advertisment

আরও পড়ুন : Nokia 5.1 Plus এর ইউএসপি: ৪০০ জিবি মেমোরি সঙ্গে ২৪০ জিবি ডেটা ফ্রি?

এই সুবাদে এয়ারটেলের সঙ্গে জোট বেঁধেছে নোকিয়া। ফোনটি কেনার পর এয়ারটেল থেকে ১২০ জিবি ডেটার সঙ্গে প্রায় ১৮০০ টাকার বেনিফিট পাওয়া যাবে। যদিও তার জন্য ১৯৯/২৯৮/৪৪৮ টাকার রিচার্জ করতে হবে। তবেই মিলবে সুবিধা। এছাড়াও, একবার বিক্রি শুরু হলে, ফ্লিপকার্টের নিজস্ব আরও অফারগুলি পাওয়া যাবে। যেমন নো কস্ট ইএমআই এর সঙ্গে অন্যান্য বিশেষ ছাড়।

Nokia 5.1 Plus, ফ্লিপকার্টে আজ বেলা ১২ টায় ভারতে প্রথম সেল

Nokia 5.1 Plus: Price in India, Specifications

স্পেসিফিকেশনের ক্ষেত্রে Nokia 5.1 Plus ফোনটিতে থাকবে ৫.৮৬ ইঞ্চির একটি এইচডি + (১৫২০ x ৭২০ পিক্সেল), একটি ১৯:৯ রেশিওর ডিসপ্লে। ফোনটিতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও পি ৬০ প্রসেসর চলবে Nokia 5.1 Plus। ফোনটির ইউএসপি ৪০০ জিবি অবধি বাড়ানো যাবে এক্সটারনাল মেমোরি।

Nokia 5.1 Plus ফোনটিতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল কম্বিনেশনের রিয়ার ক্যামেরা। যাতে থাকবে f/২.০ অ্যাপারচারের সেন্সর, সঙ্গে LED ফ্ল্যাশ। সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে f/২.২ অ্যাপারচার। Nokia 5.1 Plus ফোনটিতে থাকবে ৩০৬০ mAh এর ব্যাটারি ব্যাকআপ, ও ফিঙ্গারপ্রিণ্ট সেন্সর থাকবে ফোনটির পিছনে।

smartphone airtel Nokia
Advertisment