Advertisment

নোকিয়া ৬; অ্যামাজন সেলে পান ২০০০ টাকা ক্যাশব্যাক সহ মেক মাই ট্রিপে ছাড়

নোকিয়ার মোবাইল বাজারে ফিরে আসার পর এদেশে বেশ সাড়া ফেলেছে। অনেকেই নোকিয়ার তৈরী ফোনগুলিকে বাজারসেরাও মনে করেন। আপনিও কি সেই দলেই নাম লিখিয়েছেন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সঙ্গে পাবেন মেক মাই ট্রিপ থেকে ২৫ শতাংশ অবধি ছাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
new phone nokia 6

ভারতে এই ফোনের বাজারমুল্য ১৬৯৯৯

আগামী ১৩ মে থেকে নোকিয়া ৬ এর নতুন ভার্সনটির ওপর সেল দেবে অ্যামাজন ইন্ডিয়া। ইচ্ছুক গ্রাহকরা ‘Notify Me’ অপশনে আগাম ক্লিক করে রাখলেই  আপনাকে পুনরায় মনে করানোর জন্য পৌছে যাবে নোটিফিকেশন। কয়েকদিন আগে নোকিয়া সিক্স ফোনটির একটি টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যেখানে উল্লেখ করা হয়েছিল খুব শীঘ্রই  নোকিয়া সিক্স ফোনটির আরও একটি র‌্যাম এবং স্টোরেজ ভার্সনে আসছে । তবে অ্যামাজন পেজে এখনও অবধি আসন্ন ফোনটির দাম ঘোষনা করা হয় নি। সূত্রের খবর অনুযায়ী এই ফোনটির দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা। এবং বাজার চলতি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটির দাম বর্তমানে ১৬৯৯৯ টাকা।

Advertisment

আরও পড়ুন :নোকিয়া সিক্স কিনবেন নাকি রেডমি নোট ৫ প্রো, বেছে নেবেন কী দেখে

nokia-6-4gb-amazon-759 আগামী ১৩ মে নোকিয়া ৬ এর নতুন ভার্সনটির ওপর সেল দিচ্ছে  অ্যামাজন ইন্ডিয়া।

নোকিয়া ৬ ফোনটি কিনলে ২০০০ টাকা ক্যাশব্যাক অফার দেবে এয়ারটেল । পাশাপাশি চলতি বছরের ডিসেম্বর ৩১ তারিখ অবধি ফোনটি কিনলে পাওয়া যাবে বিনামূল্যে এয়ারটেল টিভি দেখার সুযোগ ও।  এছাড়া মেক মাই ট্রিপ থেকে পাওয়া যাবে ২৫ শতাংশ অবধি ছাড়। নো কস্ট EMI এর সুবিধাও পাওয়া যাবে ফোনটি কেনার সময়।

আরও পড়ুন : মোবাইল রিভিউ : নোকিয়া সিক্সের ভাল এবং মন্দগুলি

প্রথম নোকিয়া ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভার্সনের ফোনটি লঞ্চ করে ভারতের বাজারে।এই মডেলটির দাম ১২৯৯৯ টাকা। একইসঙ্গে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের হ্যান্ডসেটটির দাম ১৬,৯৯৯ টাকা।

নোকিয়া সিক্স ফোনটি আপাতত পাওয়া যায় দুটি র‍্যাম এবং স্টোরেজ অপশনে। ৩ জিবি র‍্যাম সমেত ফোনটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ফোনটিতে আছে ৬৪ জিবি স্টোরেজ। দুটি ফোনেই রয়েছে কোয়ালকমের শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন ৬৩০। মাল্টিটাস্কিং এই ফোনে কোন সমস্যাই নয়। ১৮.৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৫.৫ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ১০৮০ x ১৯২০ পিক্সেলের এইচডি রেজলিউশন। এক্সটার্নাল স্টোরেজ স্লটের জন্য রয়েছে ২৫৬ জিবি অবধি মেমরি কার্ড লাগানোর সুবিধাও। অ্যান্ডরয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটিতে একবার চার্জে ১৬ ঘন্টা চলার মত শক্তিশালী ৩০০০ এম এইচের ব্যাটারি ও পাওয়া যাবে। ১৬ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন রয়েছে নোকিয়া সিক্সে। । এছাড়াও এই ফোনটিতে পাওয়া যাবে ‘বোথি’ (bothie) ফিচার, যা দিয়ে একসঙ্গে ব্যবহার করতে পারবেন দুদিকের ক্যামেরাই।

Nokia smartphone
Advertisment