/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_REVIEW_4.jpg)
১) ব্যাটারি,২) ক্যামেরা,৩) প্রসেসর তাক লাগিয়েছে গ্যাজেট দুনিয়ায়। সদ্য ভারতের বাজারে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফোন। Nokia X7 নামে গত মাসে লঞ্চ হয়েছে চীন সহ বেশ কিছু দেশে। এবার সেই ফোনই ভারতের বাজারে। এ দেশে ফোনটির পরিচিতি Nokia 8.1 নামে। কোম্পানির প্রথম ফোন যা একেবারে নতুন প্রসেসরের মাধ্যমে চালিত।
স্টোরেজ ও র্যামের ওপর ভিত্তি করে মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নোকিয়ার সদ্য লঞ্চ হওয়া ফোনটি। ৪ ও ৬ জিবি র্যামের সঙ্গে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে মিলবে নোকিয়া ৮.১। এছাড়াও ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি অভ্যন্তরীন স্টোরেজ থাকবে সদ্য লঞ্চ হওয়া ফোনটিতে। ভারতের বাজারে ফোনটির দাম ২৬,৯৯৯ টাকা।
ব্যাটারি
Nokia 8.1 এর ব্যাটারি ব্যাকআপ নজর কাড়বে। সহজেই একদিনেরও বেশি সময় ধরে থাকবে ফোনের চার্জ। সারাদিন ভিডিও দেখলে, গেম খেললে এবং ফোনের ডেটা অন থাকলেও অনায়াসেই গোটা একটা দিন টেনে দেবে ফোনের ব্যাটারি।
এছাড়াও Android Pie ব্যাটারির লাইফ বাড়িয়ে দেয়।
ক্যামেরা
Nokia 8.1 বাজিমাত করেছে ক্যামেরায়। এক ক্লিকেই মিলবে উজ্জ্বল ছবি। দুর্দান্ত ফোকাস। কোনও নড়চড় হবে না ছবির ডিটেলিংয়ে। এই মিড রেঞ্জ ক্যামেরার ছবির যে মান, তা টেক্কা দেয় বাকি তাবড় তাবড় ফোনকে।
আরও পড়ুন: ভারতের বাজারে নোকিয়া ৮.১, দেখে নিন ফিচার
লাইভ বোকে ও পোর্টরেট মোড দিনের আলোয় উন্নত মানের। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবির বিষয়বস্তুকে আলাদা করতে পারদর্শী নোকিয়ার সদ্য লঞ্চ হওয়া ফোনটি। বাজার চলতি আর পাঁচটা ফোনের তুলনায় কয়েক ধাপ এগিয়ে Nokia 8.1 রিয়ার ক্যামেরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_2.jpg)
কম আলোতেও উজ্জ্বল ছবি তোলা সম্ভব Nokia 8.1। তবে একটি সমস্যা চোখে পরার মত, প্রত্যেকটি ছবির সঙ্গে রয়েছে লাল রঙের আভা। আশা করা যায় পরবর্তী আপডেটে ছবি থেকে লাল রঙ কমে যাবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_7.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_6.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_5.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_4.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Nokia81_SAMPLE_3.jpg)
প্রসেসর
নোকিয়া সদ্য লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর। তবে এই দামে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর পাওয়া যায় Poco F1, Asus Zenfone 5Z ফোনগুলিতেও। ৭১০ প্রসেসর দিয়েও কার্যক্ষমতায় কোনোরকম আপোস করেনি কোম্পানি। ৪ জিবি র্যামের সঙ্গে এই প্রসেসরে দিব্য চলবে ফোনটি। অনেকক্ষণ ব্যবহারের পরও গরম হবে না ফোন। তবে চার্জিং-এর সময় অল্প গরম হওয়ার প্রবণতা রয়েছে।
Read the full story in English