Advertisment

ঝকঝকে ক্যামেরা, নজরকাড়া ডিজাইন! ভারতে লঞ্চ হল Nothing Phone 1

আজ রাত থেকেই এই ফোনের প্রি অর্ডার বুকিং শুরু হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
nothing phone 1, nothing phone 1 launch, nothing phone 1 launch date, nothing phone 1 specifications, nothing phone 1 leaks, nothing phone 1 design, nothing phone 1 news, nothing phone 1 specifications, nothing phone 1 camera,

দাম বাড়াল Nothing Phone 1

অপেক্ষার অবসান। ভারতের বাজারে লঞ্চ হল Nothing Phone 1, ডিসপ্লে থেকে ক্যামেরা সবেতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। আপাতত দুটি রঙে লঞ্চ করা হয়েছে নয়া এই স্মার্ট ফোন। কালো এবং সাদা এই দুটি রঙের মধ্যে থেকেই ক্রেতারা বেছে নেবেন তাদের পছন্দের বিকল্পটি। উভয় রঙের ম্যাচিং বক্স প্যাকেজিংয়ের পিছনে থাকবে সাদা LED গ্লাইফ লাইট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP53 সার্টিফিকেশন এবং NFC সাপোর্ট। ফোনের ফ্রেমটি পুরোটাই অ্যালুমিনিয়ামের। ফোনের পিছনে রয়েছে বেশ কয়েকটি সাদা LED স্ট্রিপ রয়েছে যা Glyph ইন্টারফেস গঠন করতে সাহায্য করবে। লাইটগুলি একসঙ্গে বা আলাদা ভাবেই জ্বালানো যেতে পারে।

Advertisment

স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে রয়েছে 6.55-ইঞ্চি FHD+ 10-বিট OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। রয়েছে Snapdragon 778G+ 6nm প্রসেসর। সংস্থার দাবি এই চিপসেট বিশেষ ভাবে টিউন করেছে Qualcomm। ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। ডিসপ্লে প্যানেলে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন। HDR10+ সমর্থন, 402ppi পিক্সেল ঘনত্ব এবং 1200 nits সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। প্যানেলটি 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং অফার করে।

এই ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে একটি 50MP Sony IMX766 সেন্সর (OIS+EIS) এবং আরেকটি 50MP Samsung JN1 আল্ট্রাওয়াইড সেন্সর (EIS) রয়েছে। এর সাথে একটি 16MP Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সেটআপটি HDR, পোর্ট্রেট মোড, ম্যাক্রো মোড (আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে),সহ আরও নানা বৈশিষ্ট্য সমর্থন করে। আপনি পিছনের ক্যামেরা থেকে 30fps এ 4K এবং 60fps পর্যন্ত 1080p ভিডিও রেকর্ড করতে পারেন, সামনের ক্যামেরা থেকে আপনি শুধুমাত্র 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

আরও পড়ুন: <সাবধান! ‘বকেয়া বিদ্যুৎ বিলে’র একটি মেসেজেই সর্বস্ব খোয়াতে পারেন আপনিও>

এই ফোনে থাকছে 4,500 mAh ব্যটারি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।  এক ঘণ্টার মধ্যে ফুল চার্জ করা হবে এই ফোন। কোম্পানির দাবি একবার চার্জে সারাদিন চলবে এই ফোন। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ফেস আনলকের সুবিধা। ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 সাপোর্ট। সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি আপডেটের সুবিধাও।

8GB/256GB ভেরিয়েন্টের দাম নাথিং ফোন (1) ভারতে ৩২,৯৯৯ টাকা থেকে শুরু। 8GB/256GB-এর দাম ৩৫,৯৯৯ টাকা এবং 12GB/256GB-এর দাম ৩৮,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার উপলক্ষে 8GB/128GB ভেরিয়েন্টের জন্য ২৯,৯৯৯ টাকা, 8GB/256GB ভেরিয়েন্টটি ৩২,৯৯৯ টাকায় এবং 12GB/256GB ভেরিয়েন্টের জন্য (HDFC ব্যাঙ্কের অফার সহ) দাম ৩৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। আজ রাত থেকেই এই ফোনের প্রি অর্ডার বুকিং শুরু হবে। আগামী ২১ জুলাই থেকে ক্রেতারা এই ফোন কিনতে পারবেন।  

Nothing Phone 1
Advertisment