Nothing phone 3 launch date: ৯০ হাজারের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন! বাজারে এবার সুনামি তুলল Nothing Phone, ফিচার-ডিজাইনে চোখ কপালে উঠবে

Nothing phone 3 launch date: নতুন ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর— সব মিলিয়ে এটাই হতে চলেছে নাথিং-এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন।

Nothing phone 3 launch date: নতুন ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর— সব মিলিয়ে এটাই হতে চলেছে নাথিং-এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Nothing Phone 3-

নতুন ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর— সব মিলিয়ে এটাই হতে চলেছে নাথিং-এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন।

Nothing phone 3 launch date: নতুন ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর— সব মিলিয়ে এটাই হতে চলেছে নাথিং-এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন।

Advertisment

ঘরের তাপমাত্রা থেকে কত কমে এসি চালানো উচিত? ৯৯ % মানুষই বিদ্যুৎ বাঁচানোর টপ সিক্রেট জানেন না

বহু প্রতীক্ষার পর অবশেষে Nothing Phone 3-এর লঞ্চ তারিখ ঘোষণা করল সংস্থা। ৩ জুলাই, ২০২৫—এই দিনেই বাজারে আসছে নাথিং-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সংস্থার সিইও কার্ল পেই সম্প্রতি ফোনটির সম্ভাব্য দামও সামনে এনেছেন। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম হতে পারে প্রায় ৯০,০০০ টাকা।

নাথিং-এর অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেল থেকে একটি ৬ সেকেন্ডের টিজার ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে শুধুমাত্র "৩" সংখ্যাটি দেখা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এই ইঙ্গিতেই নিশ্চিত করা হয়েছে যে Nothing Phone (3) ২০২৫ সালের ৩ জুলাই বাজারে আসবে। OnePlus 12 এর মতো একটি গোলাকার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনের পিছনে আইকনিক গ্লাইফ ইন্টারফেসটি পাওয়া থাকবে, যেটি ব্যবহারকারীদের কল, বার্তা এবং অন্যান্য বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করবে। 

Advertisment

Nothing Phone (3) ফিচার

ডিসপ্লে: ৬.৭৭ ইঞ্চির AMOLED LTPO স্ক্রিন

রিফ্রেশ রেট: ১২০Hz

উজ্জ্বলতা: সর্বোচ্চ ৩০০০ নিট

 প্রসেসর ও ব্যাটারি
এই ফোনে থাকবে কোয়ালকম-এর নতুন Snapdragon 8 Gen 3 প্রসেসর। থাকবে সর্বোচ্চ ১২ জিবি RAM ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

ওয়্যারড চার্জিং: ৫০ ওয়াট

ওয়্যারলেস চার্জিং: ২০ ওয়াট

ক্যামেরা ও AI ফিচার
Nothing Phone 3-এ থাকছে ৫০MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্টে থাকবে ৩২MP সেলফি ক্যামেরা। সঙ্গে থাকছে একাধিক AI সুবিধা, যেমন:

Circle to Search

Smart Drawer

Voice Transcription

Built-in AI Assistant

এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারের সাথে ৫০ ওয়াট ওয়্যার্ড চার্জিংও পাওয়া যাবে।

বাজেট ফ্রেন্ডলি সেরা 5G স্মার্টফোন! ১৫ হাজারেই বাজারে সুনামি তুলেছে কোন কোন মডেল?

5G smartPhone