Advertisment

Nothing Phone (3a): দ্বিগুণ হবে স্মার্টফোন ব্যবহারের মজা! Nothing Phone (3a) নিয়ে সামনে এল বিরাট আপডেট

Nothing Phone (3a): দুটি ফোনেই থাকতে পারে ৬.৮ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। সম্ভবত ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে হতে পারে Nothing Phone (3a)।

author-image
IE Bangla Tech Desk
New Update
Nothing Phone (3a)

লঞ্চের আগেই Nothing Phone (3a) এর স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। Photograph: (ফাইল ছবি)

Nothing Phone (3a):  আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে Nothing Phone (3a)। এই ইভেন্টে কোম্পানিটি Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) প্লাস লঞ্চ করতে পারে। দুটি ফোনেই থাকতে পারে ৬.৮ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। সম্ভবত ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে হতে পারে Nothing Phone (3a) । ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ বেসড নাথিং ওএস ৩.১-এ রান করবে বলেই জানা গিয়েছে।  

Advertisment

লঞ্চের আগেই Nothing Phone (3a) এর স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। কোম্পানি ৮ মার্চ, ২০২৫-এ আয়োজিত এক ইভেন্টে Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) প্লাস লঞ্চ করতে পারে।  ফোনটিতে ৬.৮ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২০Hz। ফোনটিতে থাকতে পারে  Snapdragon 7s Gen 3 চিপসেট ।  ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ক্যামেরার দিক থেকে Nothing Phone (3a) মডেলে থাকতে পারে 50MP OIS প্রাইমারি ক্যামেরা। এর সাথে থাকবে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং তৃতীয় সেন্সরটি হতে পারে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সামনের দিকে, ফোনটিতে 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা থাকতে পারে। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে থাকতে পারে 5G, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট। 

Advertisment
5G smartPhone
Advertisment